ফেরী সার্ভিস ব্যবস্থায় আধুনিক পদ্ধতির প্রয়োগ না থাকায় টিকিট ইস্যু করতে সময় বেশী প্রয়োজন হয়, ফলে ট্রাফিক জ্যাম হয়, যাত্রী ভোগান্তি বৃদ্দি পায়এবং সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয়।
১) ফেরী ঘাটে সিসিটিভি স্থাপন ২) BIWTC Apps নামে একটি পোর্টাল তৈরী করে সেবা গ্রহিতাকে ফেরী ঘাটে পৌঁছার পূর্বে ঘাটের সার্বিক পরিস্থিতি অবহিত করা। ৩) ই-টিকেটিং/র্যাপিড পাস সিস্টেম চালু করা। ৪) আধুনিক ফেরী ও পন্টুনের সংখ্যা বৃদ্ধি করা। ৫) স্থানীয় প্রশাসনের সহযোগীতায় আধুনিক ট্রাফিক ব্যবস্থা চালু করে ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণ করা।