নৌ পরিবহণ অধিদপ্তরের চাহিদা মোতাবেক প্রতিটি এনসিলিয়ারি কোর্স চালু করার জন্য নূন্যতম ৫ জন প্রার্থীর প্রয়োজন। প্রয়োজনীয় ৫ জন না নিলে কোর্স পরিচালনা করা সম্ভব হয় না। ফলে কোর্সটি পেতে প্রার্থীদের দীর্ঘ দিন অপেক্ষা করতে হয়। প্রার্থীদের মধ্যে নিজস্ব যোগাযোগ না থাকাই না থাকায় এই সমস্যার কারণ যা ওয়েবসাইটের মাধ্যমে সমাধান সম্ভব নয় ।
Ø সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে উপস্থাপকের নিজস্ব পেইজ “সক্রেটিস এন্ড ডিসিপল’স” রহিয়াছে যা প্রাক্তন ছাত্রদের চাকুরীর সুবিধা সম্প্রসারণে ব্যবহৃত হচ্ছে। বর্তমান আইডিয়ার মাধ্যমে এই পেজকে এনসিলিয়ারি কোর্সের কোটা পূরণের জন্য ব্যবহার করা হবে। এনসিলিয়ারি কোর্সের কোটা পূরণ না হওয়ার মূল কারণ হচ্ছে প্রার্থীদের নিজেদের মধ্যে এবং কোর্স কোর্ডিনেটরের মধ্যে মত বিনিময়ের অপ্রতুলতা যা নর্মাল ওয়েব সাইটের মাধ্যমে সম্ভব নয়। কিন্তু ফেসবুক পেইজের মাধ্যমে যথেষ্ট পরিমাণ মতবিনিময় সম্ভব এবং কোর্সের কোটা পূরণ সম্ভব। ফলে বিদ্যমান সমস্যার সমাধান হবে।