প্রকল্প সমূহ

নাগরিক নিরাপত্তা অ্যাপ্লিকেশন "আমরা আছি"
Women Home

Legal Friend


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;">দেশের মোট জনগোষ্ঠীর অর্ধেক নারী। নারীর মর্যাদা প্রতিষ্ঠায় বাংলাদেশের সংবিধানে নারী ও পুরুষের সম-অধিকারের বিধান রয়েছে। নারীর অধিকার রক্ষায় ও নারী নির্যাতন প্রতিরোধে প্রণীত হয়েছে একের পর এক আইন। তবু সমাজে নারীরা নানাভাবে নিগৃহীত হচ্ছে। একজন নারী হঠাৎ কোনো কারণে কোনো বিষয়ে ঝামেলায় পড়ে গেলেন। তিনি বুঝতে পারছেন না কার কাছে যাবেন, কীভাবে আইনের আশ্রয় নেবেন আর আইনের আশ্রয় নেওয়ার ঠিক উপায়টাই বা কী। অনেক সময় যথাযথভাবে আইনের আশ্রয় না নিতে পারলে বঞ্চিত হতে হয় সঠিক প্রতিকার থেকে। আবার অনেক সময় নারী লোকলজ্জার ভয়ে আইনজ্ঞের সাথে তার সমস্যা শেয়ার করতে কুন্ঠিত বোধ করেন। কখনো কখনো সঠিক পরামর্শটি কার কাছে পাওয়া যাবে সেটা সম্পর্কেও তিনি অজ্ঞ। আবার কখনো কখনো আর্থিক কারণে, সময়ের অভাবে তিনি সঠিক আইনী পরামর্শটি পান না।</span></p>

<p><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;">ওয়েবভিত্তিক একটা প্ল্যাটফর্ম থাকবে যেখানে আইনজীবীদের একটা দল নিয়মিত প্রাথমিক আইনী পরামর্শ দিবেন। কোন নারী তার সমস্যার কথা জানালে আইনজীবীরা সেখানে তাকে আইনী পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। তদানুযায়ী উক্ত নারী যেমন উপকৃত হবেন, পাবলিক পোস্ট থেকে অন্যরাও একই সমস্যায় করণীয় সম্পর্কে ওয়াকিবহাল হবেন। এটা সচেতনতা সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।</span></p>