<p><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;">আমাদের দেশের ৮০ ভাগ কন্যা শিশুরা বয়ঃসন্ধির আগেই শারীরিক ও মানসিক ভাবে abuse হয় । আত্নীয়-স্বজন , পাড়া-প্রতিবেশী কিংবা খেলার সঙ্গীর দ্বারা কোমলমতি শিশুরা নানাভাবে এসব sexual harassment এর শিকার হয় । বাবা-মায়ের অসচেতনতা ও সঠিক যৌন শিক্ষার অভাবে শিশুরা বুঝতেও পারে না তাদের সাথে কি হচ্ছে । আমাদের সমাজে বাবা -মায়েরা সাধানারত হাই স্কুলে ওঠার পর তাদের সন্তানদের এসব ব্যপারে নজর দেওয়া শুরু করে । কিন্তু তার ওনেক আগেই ঘটে যায় অনেক দুর্ঘটনা , এর ফলে শিশুরা মানসিকভাবে অসুস্থ হয়ে পরে । যা তাদের সুস্থ মানসিক বিকাশে বাধা গ্রস্থ হয় । তাছাড়া নানা রকম ভয় ভীতির কারনে শিশুরা পরিবারের কোন সদস্যের সাথে এ সম্পর্কে কোন কথা বলতে চায় না । আমাদের সমাজের এই তীব্র সমস্যাটি সমাধানের জন্য সবার আগে বাবা-মা কে সচেতন হতে হবে । আর সেটি খুব সহজে করা যাবে একটি মোবাইল গেইমের মাধ্যমে ।</span></p>
<p><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;">বর্তমানে বাংলাদেশে শতকরা ৯৫ জন মোবাইল ফোন ব্যবহার করে ।এর মধ্যে ৮৫ ভাগ স্মার্ট ফোন ব্যবহার করে । মোবাইল গেম শিশুদের এখন জনপ্রিয় খেলা । শিশুদের abuse এর এই সমস্যা সমাধান করার জন্যে এমন একটি গেইম develop করতে চাই যা শিশুদের জন্য সহজবোধ্য ,৫ থেকে ১২ বছরের শিশুদের জন্য গেইমটি বানানো হবে । এবং সেখানে একটি ডেটা কালেকশনের সিস্টেম থাকবে । যাতে সহজেই শিশুটির বর্তমান অবস্থা সম্পরকে জানা যাবে । মজার কিছু টাস্কের ভেতরে যৌন-শিক্ষা ও abuse সম্পর্কে দিক নিরদেশনা দেওয়া থাকবে । গেইমের বিভিন্ন ধাপে বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে । যা বাস্তব জীবনের সাথে মিল থাকবে । এতে করে শিশুরা সহজে গেইমের ভেতরে থেকে নিজের পরিস্থিতি বুঝতে পারবে । গেইমটি এমনভাবে সাজানো হবে যে তারা খেলাছলে শিক্ষা লাভ করতে পারে । পাশাপাশি বাবা-মা রাও গেইমটির বিভিন্ন লেভেলে গিয়ে তার সন্তানের মানসিক অবস্থা বুঝতে পারবে ।পাশাপাশি কিছু শিক্ষা মূলক বিষয় ভিত্তিক কার্টুন থাকবে । এতে করে শিশুরা সঠিক ভাবে বেড়ে উঠতে পারবে ।</span></p>