প্রকল্প সমূহ

Women Home
OUR BABY GIRLS , OUR PRIDE

সবজান্তা!


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;">"সবজান্তা!" - প্রকল্পটি মূলত অগমেন্টেড রিয়েলিটি (AR) টেকনোলজি ভিত্তিক একটি মোবাইল অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারি বিভিন্ন ধরনের বিষয় ভিত্তিক যান্ত্রিক কৌশল, জটিল প্রযুক্তি উপকরন ইত্যাদি সম্পর্কে প্রয়োজনীয় বিভিন্ন তথ্য সম্বলিত ত্রিমাত্রিক (3D) সিম্যুলেশান (simulation)'র মাধ্যমে উক্ত বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবে। ব্যবহারকারি এই জ্ঞানকে কাজে লাগিয়ে পরবর্তিতে নিজের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবে।</span></p>