বিদ্যুৎ এর সঞ্চালন লাইন নেই, বা সরাসরি বিদ্যুৎ ব্যবহার করা যায়না এমন জায়গায় রিফ্রিজারেটর ব্যবহার করা কষ্টকর। কিছু প্রোয়জনীয় জিনিস যথাঃ ঔষধ, ডেইরী প্রোডাক্ট, ইত্যাদি কখনো দীর্ঘ সময় সংরক্ষণ করতে হয়। সোলার পাওয়ার এর উপর নির্ভরতা সেখানে প্রশ্নবিদ্ধ।
ইভাপোরেশন-এবসর্পশন-রিজেনারেশন এর মাধ্যমে একটি রিফ্রিজারেটর যা এলপিজি গ্যাস, সৌর বিদ্যুৎ, ব্যাটারী ও এসি বিদ্যুৎ এর মাধ্যমে চলতে পারবে। রিফ্রিজারেটরটিতে বিশেষ উপায়ে তাপমাত্রা একটি নির্দিষ্ট মাত্রার মধ্যে রাখা যাবে যার ফলে দূর্গম অঞ্চল সমূহে ঔষধ ও অন্যান্ন প্রয়োজনীয় জিনিস সমূহ সংরক্ষণ করা যাবে।