ব্লাইন্ড স্টিক দৃষ্টি প্রতিবন্ধিদের চলাচলে সাহায্য করে কিন্তু আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আরো উপযোগী ও স্মার্ট ব্লাইন্ড স্টিক সহজলভ্য ও সহজপ্রাপ্য নয়।
এমন একটি ব্লাইন্ড স্টিক যা দৃষ্টি প্রতিবন্ধিদের তার আশেপাশের বাধা সমূহ সম্পর্কে হেপ্টিক ফিডব্যাক ও স্মার্টফোন এর মাধ্যমে অডিও হিসেবে শোনাতে পারবে। এতে করে একজন দৃষ্টি প্রতিবন্ধি মানুষের পক্ষে চলাচলে আরো সুবিধা হবে। এছারা যেসব দৃষ্টি প্রতিবন্ধি শিশু-কিশোর এবং যারা সদ্য দৃষ্টি প্রতিবন্ধি তাদের চলাচলে এই স্মার্ট ব্লাইন্ড স্টিক সহায়ক হিসেবে অগ্রণী ভূমিকা পালন করবে।