প্রকল্প সমূহ

ডিজিটাল - সাদা ছড়ি
স্থানীয় প্রযুক্তির আম্বুলেন্স

কৃষি বন্ধু


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

কৃষি ভিত্তিক অনেক তথ্য বিশেষ করে কৃষি জমির অনেক তথ্য চাহিবা মাত্র অনেক সময় পাওয়া যায়না। মানসম্মত কৃষি পণ্যের উৎপাদন ও উৎপাদন খরচ কমানোর জন্য কৃষি জমি, পণ্য ও কৃষক এর তথ্য ধারাবাহিকভাবে সংগ্রহ করা প্রোয়জন।

এই ডিভাইসটি কৃষি জমির মাটির ও তার আশেপাশের বিভিন্ন তথ্য যথাঃ- মাটি ও পরিবেশের আদ্রতা, মাটি ও পরিবেশের তাপমাত্রা, বৃষ্টির পরিমাণ, মাটিতে লবণাক্ততা, ইত্যাদি তথ্য আটোমেটিক ও ম্যানুয়ালি কৃষক ও কৃষি জড়িত মানুষদেরকে দিতে পারবে। এইসব তথ্য পাওয়ার কারণে কৃষি কাজে ও কৃষক এর সুবিধা হবে। যেমন, মাটির আদ্রতা জানা থাকলে অনেক সময় কৃষক এর সেচে পানির পরিমাণ কম লাগতে পারে, আর তাই কৃষি উৎপাদন খরচও কম হবে।