প্রকল্প সমূহ

Up-gradation of Fuel from Plastic and Polythene
পাট এবং কচুরিপানা থেকে স্যানিটারি ন্যাপকিন তৈরি

ডুয়েল সিষ্টেম রেফ্রিজারেটর


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

আমরা সচরাচর যে রেফ্রিজারেটর ব্যবহার করি তা দিয়ে শুধু যেকোন জিনিস ঠান্ডা করে সংরক্ষণ করা যায়। কিন্তু প্রতিটি রেফ্রিজারেটর থেকেই যথেষ্ট পরিমান তাপ উৎপন্ন হয় যা ব্যবহার করে খাদ্যদ্রব্য গরমও করা সম্ভব।

অামাদের তৈরিকৃত রেফ্রিজারেটরে আমরা একটি ওভেন এবং ওয়াটার ডিসপেনসার সংযুক্ত করেছি। এতে ঠান্ডা এবং গরম পানি ধারণ করার জন্যও ব্যবস্থা রাখা হয়েছে কিন্তু এতে কোন প্রকার বাড়তি বিদ্যুৎ খরচ হবে না। আমাদের রেফ্রিজারেটরের বিশেষ বৈশিষ্ট্য সমূহ: ১. পচনশীল খাদ্য সল্প ও দীর্ঘ সময় সংরক্ষণ করা যায়। ২. খাবার ৫-৬ ঘন্টা গরম রাখা যায়। ৩. ওয়াটার ডিসপেনসার হিসেবে কাজ করে। ৪. একই সাথে ঠান্ডা ও গরম পানি পাওয়া যায়। ৫. ৩০% বিদ্যুৎ সাশ্রয়ী । ৬. বাড়তি সুবিধার জন্য অতিরিক্ত বিদ্যুৎ খরচ হয় না। ৭. পরিবেশ বান্ধব গ্যাস ব্যবহার করা হয়। ফলে ওজন স্তর এর ক্ষতি হয় না। গতানুগতিক রেফ্রিজারেটরের সঙ্গে ওয়াটার ডিসপেনসার সিস্টেম সংযুক্ত থাকায় এবং তাপ পরিবহন ক্ষমতা বেশি হওয়ায় এটি অধিকতর টেকসই হবে । একটি সিস্টম দিয়ে রেফ্রিজারেটর, ওয়াটার ডিসপেনসার এবং ওভেন হিসাবে কাজ করে । এতে একটি ইউনিটের বিদ্যুৎ খরচ করে তিনটি ইউনিটের কাজ চালনো যায় । ফলে বিদ্যুৎ অধিকতর সাশ্রয়ী হয় । রেফ্রিজারেটরটি তৈরি করতে ২৫,০০০/= টাকার মতো খরচ হবে। উপযুক্ত সহযোগিতা পেলে আমরা রেফ্রিজারেটটির কমার্শিয়াল ভার্সন তৈরি করতে পারবো এবং এতে খরচ কমে আসবে।