আমাদের দেশে বাজারে প্রচলিত স্যানিটারি ন্যাপকিন সমূহ বেশ ব্যয়বহুল তাই বিশেষ প্রয়োজনীয় এই জিনিসটি নারীরা কিনে ব্যবহার করতে পারছে না । আমরা বেশ কিছুঅঞ্চল থেকে তথ্য সংগ্রহ করেছিলাম যার ফলাফল ছিলো আমাদের দেশের মাত্র ১১% মেয়েরা স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে থাকে। যদি কম খরচে স্যানিটারি ন্যাপকিন তৈরি করা যায় তাহলে কর্মজীবী নারী এবং সকল মেয়েদের জন্যই বেশ সুবিধা হবে।
নারীদের ব্যবহার উপযোগী কম খরচের স্যানিটারি ন্যাপকিন তৈরি জন্য কাঁচামাল হিসেবে আমরা পাট এবং কচুরিপানা নির্বাচন করেছি। কারন পাট এবং কচুরিপানা আমাদের দেশে বেশ সহজলভ্য এবং সারাবছর এর যোগান রয়েছে। এই স্যানিটারি ন্যাপকিন তৈরির যন্ত্রাংশ স্থানীয় প্রযুক্তি ব্যবহার করেই তৈরি করা যাবে তায় উৎপাদন খরচ এবং ব্যবস্থাপনা খরচ কম হবে। আমাদের প্রাথমিক গবেষণার মাধ্যমে যে স্যানিটারি ন্যাপকিন আমরা তৈরি করেছি তার গুণগত মান বাজারে প্রচলিত স্যানিটারি ন্যাপকিন সমূহের সমতূল্য এবং প্রতিটি ন্যাপকিনের জন্য এখন খরচ হচ্ছে ২-৩ টাকা। আমরা যদি প্রতিষ্ঠানিকভাবে বড় পরিসরে উৎপাদন করতে পারি সেক্ষেত্রে উৎপাদন খরচ ১ টাকার কমে নিয়ে আসা সম্ভব হবে।