প্রকল্প সমূহ

স্টান্ডিং হুইল চেয়ার।
System for filiing complaints to Dept. of Consumer Rights Protection (DNCRP)

অ্যাক্সেসেবল নোটিসবোর্ড


নোটিশের ডিজিটাল সংস্করণ আপলোড করার জন্য একটি সমাধান যার দ্বারা খুব সহজেই জরুরি নোটিশ মোবাইল এর মাধ্যমে পৌঁছে যাবে ছাত্র-ছাত্রিদের কাছে। অন্ধদের জন্য টেক্সট টু স্পীচ ব্যাবস্থা থাকবে যা নোটিশ পাওয়া মাত্রই পড়ে শোনাবে।

চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

বাংলাদেশের জনসংখ্যার প্রায় ১০% বা এক কোটি ষাট লাখ লোক কোন ধরনের শারীরিক অক্ষমতায় ভুগছেন। কুসংস্কার ও সামাজিক ভাবে তাদেরকে আলাদা করে রাখার কারনে তাদের শিক্ষা জীবন ব্যাহত হচ্ছে, তাদের বেকারত্ব এবং দারিদ্রের দিকে ঠেলে দেয়া হচ্ছে। এতে দেশের অর্থনীতির উপরে একটা প্রভাব পড়ছে। হুইল চেয়ার বসা শিক্ষার্থীর জন্য ভীড়ের মধ্যে নোটিসবোর্ড এর কাছে পৌঁছানো বা উচ্চতায় কোন কিছু পড়া কষ্টসাধ্য। যারা চোখে দেখে না বা কম দেখে তাদের জন্য দুরের বা হাতে লেখা নোটিস পড়া কষ্টসাধ্য। অনেক সময় পুরানো বা অপ্রাসঙ্গিক নোটিস এ বোর্ড ভরা থাকে। নতুন কোন গুরুত্বপূর্ণ নোটিস এলে ধরা যায় না।

• ডিজিটাল নোটিস আপলোড করার জন্য সহজ একটি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ (এল এম এস) করা। • অ্যান্ডরয়েড এবং আইওএস মোবাইল অ্যাপ ডেভেলপ করা। • এল এম এস এপিআই এর সাথে মোবাইল অ্যাপ কানেক্ট করা। • অ্যাপে রিয়েল টাইম আপডেটস, টেক্সট টু স্পিচ এবং স্পিচ রিকগ্নিশন যোগ করা। • প্রাসঙ্গিক নোটিসে অ্যাপের মাধ্যমে সাবস্ক্রাইব করা। • এল এম এস থেকে কিউ আর কোড সহ ওয়েব লিঙ্ক নোটিসের উপর প্রিন্ট আউট। • যাদের স্মার্ট ফোন নাই তাদের জন্য একটি আই ভি আর সিস্টেম ইমপ্লিমেন্ট করা। • কামেরা থেকে রেগুলার ইমেজ নেয়া আর এল এম এস এ পাবলিশ করা। • কম্পিউটার ভিশন এল্গরিদম ব্যবহার করে নোটিস বোর্ড এ নতুন নোটিস ডিটেক্ট করা, এজ ডিটেকশন, ফিল্টারিং এবং ওসিআর করা।