প্রকল্প সমূহ

সফ্টওয়্যার ডেভেলপমেন্টের মাধ্যমে এসি (ল্যান্ড) অফিসের মামলা নিষ্পত্তি পদ্ধতি সহজীকরণ
কেরানীগঞ্জের সরকারি জমির তথ্য সংরক্ষণ ও সরবরাহের জন্য অনলাইন ডাটাবেজ

ঢাকা জেলায় ভূমি অধিগ্রহণের জন্য স্বয়ংক্রিয় ক্ষতিপূরণ প্রদান পদ্ধতি (এসিপিএস) বাস্তবায়ন


ভূমি অধিগ্রহণ উন্নয়ন কর্মকান্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ঢাকা জেলায় জমির এমন অধিগ্রহণ অন্যান্য সব জেলার থেকে সর্বোচ্চ। এ জেলায় দেশের মোট অধিগ্রহণকৃত ভূমির ৭০শতাংশের মতো। ঢাকা জেলার ভূমি অধিগ্রহণ বিভাগের জন্য একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ক্ষতিপূরণ প্রদানের স্বয়ংক্রিয় ব্যবস্থা এর মাধ্যমে করা হবে। যাতে ব্যয় ও সময় বাঁচানোর পাশাপাশি ভূমি অধিগ্রহণ অফিস জনগণ এবং মানুষের কাছে অধিগ্রহণ অফিস কর্মকর্তাদের যাতায়াত কমে আসবে।

চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

ভূমি অধিগ্রহণ উন্নয়ন কর্মকান্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হলেও দুর্ভাগ্যজনকভাবে, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়াটি যথেষ্ট স্বচ্ছ ও জবাবদিহিমূলক নয়। স্বচ্ছ আবেদন ও আবেদন নিষ্পত্তির প্রক্রিয়া না থাকায় সেটা মধ্যে রয়েছে বিশৃঙ্খলা। এই সেবা প্রাপ্তির শর্তাবলি, আবেদনের প্রক্রিয়া, কোথায় আবেদন জমা দিতে হবে, কখন ও কোথায় আবেদন নিষ্পত্তি করা হবে সেটা অনেক সময় জনগণ জানেন না। জানলেও সেটা সময়সাপেক্ষ।

এই প্রকল্পে যাদের ভূমি অধিগ্রহণ করা হয়েছে তাদেরকে আবেদনের শর্তাবলি ও আবেদন নিষ্পত্তির বিস্তারিত প্রক্রিয়া ও খরচের পরিমাণ ইত্যাদিসহ স্বচ্ছ আবেদন পত্র সরবরাহ করা হবে। জানানো হবে কোন দিন তাদের আবেদন নিষ্পত্তি করা হবে ও ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হবে। এতে থাকবে আবেদন মনিটরিং ও সেটার সর্বশেষ অবস্থার অনলাইন তথ্য। এর মাধ্যমে সময়, ব্যয় ও ভূমি অধিগ্রহণ অফিসে আবেদনকারীদের উপস্থিতি কমবে। মধ্যস্বত্ত্বভোগীদের দৌরাত্ম্য কমার পাশাপাশি দুর্নীতিও হ্রাস পাবে অনেকখানি। ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ আদায়ের জন্য ই-পেমেন্ট সিস্টেমও চালু করা হবে সেখানে।