প্রকল্প সমূহ

ঢাকা জেলায় ভূমি অধিগ্রহণের জন্য স্বয়ংক্রিয় ক্ষতিপূরণ প্রদান পদ্ধতি (এসিপিএস) বাস্তবায়ন
অনলাইনে ভূমি উন্নয়ন কর নির্ধারণ ও আদায়ের সিস্টেম

কেরানীগঞ্জের সরকারি জমির তথ্য সংরক্ষণ ও সরবরাহের জন্য অনলাইন ডাটাবেজ


সরকারি জমি কতটুকু আছে এবং কী অবস্থায় আছে তার একীভূত কোনো ডাটাবেস নাই। সে কারণে প্রভাবশালীদের দখলে চলে গেছে অনেক জমি। আবার লিজ দেওয়া জমিরও কোনো হিসাব এক জায়গায় নেই। ভূমি কর্মকর্তারাও সেভাবে ওয়াকিফহাল হন সরকারি সব জমি সম্পর্কে। সে কারণে ঢাকার কেরানিগঞ্জ এলাকায় সরকারি জমির অনলাইন ডাটাবেস তৈরি ও তথ্য বিতরণ।

চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

সরকারি জমির একীভূত কোনো ডাটাবেস না থাকায় অনেক জমি জনগণের পাশাপাশি সেটা ভূমি কর্মকর্তাদেরও নজরে বাইরে। আবার লিজ দেওয়া জমির লিজ নবায়ন করার ক্ষেত্রে জটিলতা তৈরি হয়। খরচ হয় অনেক সময়। এর মধ্যে রয়েছে ঘুষ-দুর্নীতির ব্যাপক ছড়াছড়ি।

এ টু আই-এর সার্ভিস ইনোভেশন ফান্ডের আওতায় ঢাকার কেরানিগঞ্জ এলাকায় সরকারি জমির অনলাইন ডাটাবেস তৈরির করে সেটা জনগণের মাঝে বিতরণ করা হবে। জনগণ যেভাবে খাস জমি সম্পর্কে তাদের পদক্ষেপ নিতে পারবেন, সেভাবে ভূমি কর্মকর্তারা সহজে খাস জমি উদ্ধার কিংবা লিজ দেওয়া জমির লিজ নবায়নসহ বিভিন্ন কার্যক্রম সম্পাদন করতে পারবেন।