ভূমি কর নির্ধারণ ও আদায়ের প্রক্রিয়া বেশ জটিল ও সময়সাপেক্ষ। সেই প্রক্রিয়ায় দুর্নীতির বড় রকমের সুযোগ আছে। সেটা বন্ধ করার জন্য অনলাইন ভূমি কর নির্ধারণ ও আদায় পদ্ধতি। এই ভূমি কর নির্ধারণের ব্যবস্থা দ্রুততম সময়ে সঠিক সেবা গ্রাহকদের নিকট পৌঁছানোর জন্য ব্যবস্থা গ্রহণ ও সঠিক মূল্যায়ন নিশ্চিত করবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি দুর্নীতি ও অপকর্ম কমানো সম্ভব হবে।
বর্তমানে গ্রাহকদের অফিসে এসে ভূমি কর দিতে হয়, দূরবর্তী এলাকায় এ কারণে সৃষ্টি হয় অনেক সমস্যার। ভূমি করের পরিমাণ জানতে তাদের অনেক সময় অপেক্ষা করতে হয়। নগদ লেনদেন করতে হয় বলে এই সিস্টেম দুর্নীতির সুযোগ আছে। রয়েছে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবও।
ভূমি কর নির্ধারণের প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করা হবে এবং আদায় করা হবে অনলাইনের মাধ্যমে। ভূমির মালিক জেনে যাবে তাকে কত টাকা কর দিতে হবে এবং কোথায় সেটা দিতে হবে। ভূমি অফিসে গিয়ে ম্যান্যুয়ালি কাজ করার পরিবর্তে অনেক কাজ অনলাইনে শেষ হবে।