সনাতন পদ্ধতিতে ট্রেড লাইসেন্স প্রদানের প্রক্রিয়া জটিল ও সময়সাপেক্ষ হওয়ায় ঢাকা শহরে ৫০ হাজারের অধিক ব্যবসায়ীর ট্রেড লাইসেন্স নাই- এমন তথ্য আছে। এ কারণে সরকার শতাধিক কোটি টাকার রাজস্বও হারাচ্ছে। কিন্তু অনলাইনে সেই ট্রেড লাইসেন্স দেওয়ার পদ্ধতি গ্রহণ করলে এবং পদ্ধতিটি স্বয়ংক্রিয় হলে কাজটি সহজ হয়ে যাবে, সরকার কিংবা ব্যবসায়ী উভয়ের ক্ষেত্রে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১ লাখ ৭৪ হাজার ট্রেড লাইসেন্স রয়েছে। ট্রেড লাইসেন্স এখনও ম্যানুয়াল পদ্ধতিতে প্রদান করা হয় যা কিনা সময়সাপেক্ষ এবং সংশ্লিষ্ট অফিসে গিয়ে সব কাজ সম্পন্ন করতে হয়। এছাড়াও ফি-সমূহ নির্দিষ্ট ব্যাংকে গিয়ে ম্যানুয়াল পদ্ধতিতে প্রদান করতে হয়। ফলে ঢাকা শহরে ৫০ হাজারের অধিক ব্যবসায়ী ট্রেড লাইসেন্স না করার কারণে শতাধিক কোটি টাকার সার্বিক ক্ষতি হচ্ছে। অন্যদিকে এটার জন্য প্রচুর মানব সম্পদ, সময় এবং শ্রমশক্তির প্রয়োজন।
সহজে, স্বল্প সময়ে, স্বল্প মূল্যে ও স্বচ্ছতার সাথে ট্রেড লাইসেন্স পেতে সিটি কর্পোরেশনের অফিসসমূহের পাশাপাশি স্থানীয় ডিজিটাল সেন্টারের মাধ্যমে ও নিজ উদ্যোগে অনলাইনে তথ্য ফরম পূরণ ও অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ফি প্রদান করে ট্রেড লাইসেন্স প্রদান করা ও নবায়ন করা যাবে। অনলাইনের মাধ্যমে সেবা প্রদানের বিলম্ব মনিটরিং করাও সম্ভব হবে। ফলে ব্যক্তি ও ব্যবসায়ী প্রতিষ্ঠান ট্রেড লাইসেন্স গ্রহণে উংসাহিত হবে এবং ভোক্তা ও ব্যবসায়ী উপকৃত হবে। আর সরকার পাবে বিপুল পরিমাণ রাজস্ব।