নারীদের বিরুদ্ধে সাইবার অপরাধ<br><br> ছবি সম্পাদনের মাধ্যমে নারীরা প্রায়শই সাইবার অপরাধের শিকার হয়। এই প্রকল্পের আওতায় তৈরি মোবাইল ভিত্তিক অ্যাপ্লিকেশনটি পিক্সেলের পার্থক্য নির্ণয়ের দ্বারা সনাক্ত করবে যে ছবি সম্পাদন করা হয়েছে কিনা। এতে করে নারীদের উপর সাইবার অপরাধীদের আক্রমন কমিয়ে আনা সম্ভব হবে।
<p>বাংলাদেশে প্রতিনিয়ত ঘটছে সাইবার অপরাধ। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মূলত নারীরাই অপদস্থ ও হয়রানি হন। প্রায়ই ফটোশপ এ আপত্তিজনক ভুয়া ছবি তৈরী করে অনলাইনে ছড়িয়ে দিয়ে বহু নারীর চরিত্রহনন করার চেষ্টা হয়েছে। <br></p>
<p>ফটোশপ বা অন্যান্য ছবি সম্পাদন টুলের মাধ্যমে ছবি সম্পাদন করা হয়েছে কিনা তা এই মোবাইল ভিত্তিক অ্যাপ্লিকেশনের মাধ্যমে ছবির পিক্সেলের পার্থক্যের দ্বারা তুলনা করা যাবে। এটি ছবি স্ক্যান করে শরীরের ভাষা, অভিব্যক্তি, অপ্রত্যাশিত ছবি এবং ছায়ার মধ্যে পার্থক্য খুঁজে বের করার মাধ্যমে সনাক্ত করবে যে ছবি সম্পাদন করা হয়েছে কি না।<br></p>