একটা অ্যাপস বা ওয়েবসাইট ভিত্তিক প্ল্যাটফর্ম হতে পারে যেখানে যে কেউ তার পুরনো/অব্যবহৃত জিনিসপত্র যা তিনি দান করতে ইচ্ছুক সে তথ্যাদি জমা দিবেন। আবার কোনও এতিমখানা, সমাজ হিতৈষী সংস্থা উক্ত প্ল্যাটফর্ম থেকে দরকারি পুরনো/অব্যবহৃত জিনিসপত্র এর জন্য আবেদন করতে পারেন। এতে করে সমাজে সম্পদের একধরণের ভারসাম্য তৈরি হবে ও সম্পদের অপচয় রোধ হবে।
<p><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;">১. আমাদের বাসা-বাড়িতে অনেক সময় পুরনো/অব্যবহৃত সচল জিনিসপত্র পড়ে থাকে। ২. প্রায়শই এগুলো ফেলেও দেয়া হয় না, আবার কাউকে দেয়াও হয় না। যা কিনা সম্পদের এক ধরণের অপচয়। ৩. দেখা যাচ্ছে যে, কারো কাছে রয়েছে উদ্বৃত্ত সম্পদ। আবার কারো সামর্থ্য নেই কিন্তু চাহিদা আছে। এটা সম্পদের সুষম বন্টন এবং সুষ্ঠু ও সুন্দর ভোগ নিশ্চিতের জন্য প্রতিবন্ধক। যেহেতু সম্পদ বিনিময়ের লক্ষ্যে কোন সুনির্দিষ্ট ও কার্যকরী প্ল্যাটফর্ম নেই তাই দাতা ও গ্রহীতার মধ্যে যোগাযোগ স্থাপন সম্ভবপর নয়।</span><br></p><div><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;"><br></span></div>
<p><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;">একটি সোশ্যাল ইকো-সিস্টেম উদ্ভাবনের মাধ্যমে সমাজে বৈষম্য দূরীকরণ ও সাম্যতা অর্জিত হবে। এ লক্ষ্যে একটি ইন্টারঅ্যাকটিভ ওয়েব পোর্টাল ও মোবাইল অ্যাপ তৈরি করা হবে যার মাধ্যমে সম্পদ বিনিময়ের লক্ষ্যে একটি সুনির্দিষ্ট ও কার্যকরী প্ল্যাটফর্ম তৈরি করা হবে যেটি ব্যবহার করে পারস্পরিক সম্মতিতে উদ্বৃত্ত সম্পদ বিনিময়ের লক্ষ্যে দাতা ও গ্রহীতার মধ্যে যোগাযোগ স্থাপন সম্ভবপর হবে।</span><br></p><div><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;"><br></span></div>