নারীর সম্ভাবনাময় দক্ষতার ব্যবহার<br><br> আমাদের দেশে অনেক নারী তাদের পরিবারের বাইরে তাদের দক্ষতা কাজে লাগাতে পারে না কারণ তাদের পরিবারের অনেক দায়িত্ব রয়েছে তাদের চাকরির জীবনকে ত্যাগ করতে হবে এবং এ কারণে যে তারা কোন কোন ক্ষেত্রে তাদের শিক্ষা ও দক্ষতার সঠিক ব্যবহার করতে পারবে না। এটি নারীদের যোগ্যতা ও দক্ষতানুযায়ী দ্রুততম সময়ে স্বল্পমেয়াদী চাকুরী অনুসন্ধানের একটি প্লাটফরম।
<p>আমাদের দেশের অনেক নারীরা পারিপার্শিক অবস্থা ও পারিবারিক দায়-দায়িত্বের কারণে নিজেদের যোগ্যতা ও দক্ষতাকে কাজে লাগাতে পারেনা, বেকার ঘরে বসে থাকে। যারা সাহস করে কর্মক্ষেত্রে পা বাড়ায় তাদেরকেও বিভিন্ন চাপের কারণে চাকুরী ছেড়ে দিতে বাধ্য হয়। ফলশ্রুতিতে দেশের মোট জনসংখ্যার একটি বিরাট অংশ কর্মহীন অবস্থায় পড়ে থাকে।<br></p>
<p>চাকুরী দাতা ও চাকুরী প্রার্থীদের সমন্বয়ে তৈরি হবে এই ওয়েব ও মোবাইল ভিত্তিক প্লাটফরম, যেখানে চাকুরীদাতা ও চাকুরী প্রার্থী উভয়ই নিবন্ধিত হবে। এখানে বিভিন্ন অফিস/প্রতিষ্ঠান তাদের প্রয়োজন অনুযায়ী স্বল্পমেয়াদী কাজ এই প্লাটফরমে আপলোড করতে পারবে। চাকুরী প্রার্থীরা তাদের যোগ্যতা ও দক্ষতানুযায়ী এই সকল কাজের জন্য আবেদন করতে পারবে। ফলে যেসকল নারীদের অবসর সময় রয়েছে অথবা বেকার ঘরে বসে আছে তারা অতিদ্রুত সময়ে স্বল্পমেয়াদী কাজ খুঁজে বের করতে পারবে। <br></p>