কর্মজীবী মা’দের বিড়ম্বনা<br><br> কর্মজীবী মায়েদের সন্তান লালন-পালনের জন্য অনলাইন ভিত্তিক শিশু লালন-পালনকারিণীদের একটি নিরাপদ প্লাটফরম। এই প্লাটফরমের মাধ্যমে শিশু সন্তান লালন-পালনের জন্য ন্যানী এবং ডে-কেয়ার সেন্টার অনুসন্ধান করা যাবে এবং ওয়েব ও মোবাইল অ্যাপের মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা যাবে।
<p>মায়েদের কাছে প্রথম প্রাধান্য হলো তার সন্তানের লালন-পালন। কিন্তু কর্মজীবী মায়েরা কর্মব্যস্ততার কারণে সন্তানের যথাযথ লালন-পালন করতে পারেনা। অনেক সময় বাড়ীতে কারও কাছে রেখে যাওয়ার মত কেউ থাকেনা, থাকলেও তাদের দ্বারা সন্তানের কাংখিত পরিচর্যা হয় না। ফলে অধিকাংশ সময় দেখা যায়, তারা বাধ্য হয়ে চাকুরি ছেড়ে দেয়। একজন মা হিসেবে যেমন সন্তানের পরিচর্যা করা গুরুত্বপূর্ণ, তেমনি একজন শিক্ষিত নারী হিসেবে কর্মক্ষেত্রে অবদান রাখাও অপরিহার্য। অপরদিকে দেখা যায়, অনেক শিক্ষিত/অশিক্ষিত বেকার নারী ঘরে বসে থাকে। পারিপার্শিক অবস্থা বা পারিবারিক কারণে ঘরের বাইরে গিয়ে কাজ করার সুযোগ হয় না। ফলে দেশের গোটা জনগোষ্ঠীর একটি বিরাট অংশ কর্মহীন অবস্থায় পড়ে থাকে।<br></p>
<p>একটি ওয়েব ও মোবাইল ভিত্তিক অ্যাপ যার মাধ্যমে বেকার নারীদের বেবিসিটিং সেবার মাধ্যমে আয়ের একটি উৎস্য তৈরি করা হবে। উক্ত অ্যাপে বেবিসিটার এবং বেবিসিটিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে নিবন্ধিত হতে হবে, যা বিভিন্ন ভেরিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হবে এবং যারা সন্তানের জন্য বেবিসিটিং সেবা নিতে চায় তারাও নিবন্ধিত হতে হবে। এই অ্যাপের মাধ্যমে কর্মজীবী নারীরা তাদের সন্তানকে পছন্দমত নিকটস্থ ন্যানী (শিশু লালন-পালনকারী)-এর কাছে রেখে যেতে পারবে। ভিডিও কনফারেন্সিং সুবিধা এবং সিসিটিভি ব্যবস্থা থাকবে যা উক্ত অ্যাপের সাথে ইন্টিগ্রেড হবে। এতে মায়েরা এই অ্যাপের মাধ্যমে তার সন্তানের যথাযথ পরিচর্যা হচ্ছে কি না তা সময় সময় পর্যবেক্ষণ করতে পারবে। ফলে একদিকে কর্মজীবী মায়েদের বিড়ম্বনা কমবে, অপরদিকে বেকার নারী জনগোষ্ঠীর কর্মক্ষেত্রের দ্বার উন্মুক্ত হবে। <br></p>