একটি আইওটি ডিভাইস যা পাবলিক বাস এ সংযোজন করে তার মাধ্যমে বাস এর রিয়ালটাইম মনিটরিং ও যাত্রীদেরকে নির্দেশনা প্রদান করা যাবে।
<p><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;">শহরের যানবাহন(বাস) ও ট্রাফিক ব্যবস্থা সম্পূর্ণ রূপে বিপর্যস্ত ।এই জন্য এক দিকে যেমন যানবাহন(বাস) মালিকরা তাদের যানবাহন(বাস) সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না , অন্যদিকে যাত্রীরা যথাযথ সময়ে রাস্তার অবস্থা এবং তার গন্তব্যের বাসের বর্তমান অবস্থান সম্পর্কে কোনো ধারণা পাচ্ছে্ না । এমনকি আমাদের ট্রাফিক বিভাগও এই সমস্যাতে আক্রান্ত ,তারাও যথাযথ সময়ে রাস্তার কোনো ট্রাফিক আপডেট পাচ্ছে্ না । ওপর দিকে শহর সুন্দরীকরনের কারণে বিলবোর্ড কমে যাওয়ায়,পণ্য উৎপাদনকারীরা তাদের পণ্যের বিজ্ঞাপন দিতে পারছেন না । তার কারণে তারা অনিয়মতান্ত্রিক ভাবে বিভিন্ন জাগায় বিজ্ঞাপন করছে , যা শহরকে আরো অসুন্দর করে তুলছে ।</span><br></p><div><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;"><br></span></div>
<p><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;">যানবাহনে (বাস) আমাদের আই.ও.টি এম টু এম (মেশিন টু মেশিন ) ডিভাইস সংযুক্তের মাধ্যমে বাস মালিক কে তার যানবাহন (বাস) সম্পর্কে লাইভ আপডেট ও সুপারভাইস করা , পাশাপাশি যাত্রীকে তার হাতের স্মার্ট ফোনের এপ্লিকেশন ব্যবহারে মাধ্যমে স্বল্প সময়ে রাস্তার ট্রাফিক ও তার গন্তব্যের বাসের অবস্থান সম্পর্কে যথাযথ আপডেট জানানো । একইভাবে ট্রাফিক বিভাগ এবং রাস্তার ট্রাফিকদেরকে যেকোনো রাস্তার খবর এবং ছবি খুবই সল্প সময়ে জানানো যাবে , এবং পুলিশ বিভাগকে যেকোনো বাসের ভিতরের অবস্থান ছবির মাধ্যমে জানানো সম্ভব। যা শহরের আইনশৃঙ্খলাকে আরো জোরদার করবে । এরই সাথে নতুন একটি বিজ্ঞাপন মাধ্যম হিসেবে যানবাহন(বাস) কে আদর্শ রূপে ব্যাবহার করা যাবে। যা পণ্য বিপণনকারীদের সাহায্য করবে সঠিক জাগায় সঠিকভাবে বিজ্ঞাপন দিতে । এরই মাধ্যমে আমাদের শহর হবে স্মার্ট আর পরিবহন ব্যবস্থা হবে আধুনিক,বাঁচবে কর্ম ঘন্টা বাড়বে দেশের আয়।</span><br></p><div><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;"><br></span></div>