সমগ্র বাংলাদেশ জুড়ে থাকা দেশজ বীজ ও ভেষজ উদ্ভিদের বেচাকেনার জন্যও ইউডিসি ভিত্তিক একটি অনলাইন প্লাটফর্ম, যেখানে গ্রামীন জনগণ নিজেদের বাড়ীতে উৎপাদিত বীজ ও ভেষজ পণ্য সরাসরি ঔষধ কোম্পানির কাছে বিক্রয় করতে পারবেন।
<p><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;">সমগ্র বাংলাদেশ জুড়ে রয়েছে দেশজ বীজ ও ভেষজ উদ্ভিদের এক বিশাল ভাণ্ডার। কিন্তু প্রয়োজনীয় তথ্য এবং বাজার সম্পর্কে সর্বাঙ্গীণ ধারণা না থাকার কারণে এই সম্পদের উপযুক্ত ব্যবহার নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। সঠিক ব্যবস্থাপনার অভাবে কৃষকগণ যেমন বঞ্চিত হচ্ছেন এর সুফল থেকে, তেমনি ভাবে দেশ বঞ্চিত হচ্ছে মূল্যবান বৈদেশিক মুদ্রা থেকে। আবার, সারা দেশের তথ্য না থাকায় সঠিক বাজারকেও নির্দিষ্ট করা যাচ্ছে না।</span><br></p><div><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;"><br></span></div>
<p><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;">১। একটি অনলাইন প্লাটফর্ম তৈরী করা হবে। ২। যেখানে গ্রামীন জনগণ নিজেদের বাড়ীতে উৎপাদিত বীজ ও ভেষজ পণ্যের ঘোষণা দেবেন। ৩। উদ্ভাবক প্রতিষ্ঠান পণ্য সমূহের ক্রেতা হিসাবে তার প্রয়োজনের ঘোষণা দেবেন। ৪। প্লাটফর্মটি ইউ ডি সি ভিত্তিক পরিচালিত হবে। ৫। একটি ইউ ডি সি তে পরিবহন উপযোগী পরিমাণের নিশ্চয়তা পাবার সাথে সাথে প্রতিষ্ঠান ওই ইউনিয়নে উপস্থিত হয়ে নগদ মূল্যে পণ্য ক্রয় করে নিবেন। ৬। সমন্বিত একটি ব্যবস্থাপনার মাধ্যমে প্রাপ্তব্য দেশজ বীজ ও ভেষজ উদ্ভিদের পূর্ণ তালিকা তৈরি করা হবে। ৭। দেশজ বীজ ও ভেষজ উদ্ভিদ সংগ্রহে প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করা ও সমন্বয় সাধন করা হবে।</span><br></p><div><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;"><br></span></div>