প্রকল্প সমূহ

নারীর মানসিক স্বাস্থ্য
ইউডিসি ভিত্তিক দেশজ বীজ ও ভেষজ তথ্যপুঞ্জি ও ই-কমার্স

A low-cost system for quality control of diagnostic tests in Bangladesh


রক্তের বিভিন্ন জরুরী পরীক্ষার জন্য ডায়াগনস্টিক সেন্টারগুলো প্রতি বছর কোটি কোটি টাকার মান নিয়ন্ত্রণ সেরাম (QC Serum) বিদেশ থেকে আমদানি করে। এই প্রকল্পের মাধ্যমে এসকল মান নিয়ন্ত্রণ সেরাম দেশেই তৈরী করা হবে।

চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;">ডায়াগনস্টিক সেন্টারে স্বয়ংক্রিয় যন্ত্র দ্বারা বেশিরভাগ রক্ত পরীক্ষা করা হয়। তবে, প্রত্যেকদিন এসকল যন্ত্রের সক্ষমতা পরীক্ষা করার জন্য অন্তত একবার মান নিশ্চিতকরণ সেরাম পরীক্ষা করা প্রয়োজন হয়। এসকল মান নিশ্চিতকরণ সেরাম অত্যন্ত ব্যয়বহুল এবং প্রতিবছর শত শত কোটি টাকার নিশ্চিতকরণ সেরাম আমদানি করা হয়। এই খরচ এড়ানোর জন্য অনেক ডায়াগনস্টিক সেন্টার মান নিশ্চিতকরণ সেরাম ব্যবহার করেই না।</span><br></p><div><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;"><br></span></div>

<p><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;">বাংলাদেশের মানুষের জন্য প্রযোজ্য মান নিশ্চিতকরণ সেরাম বাংলাদেশেই তৈরি করার মত কারিগরি ও অবকাঠামোগত সুবিধা রয়েছে। এসকল সুবিধা ব্যবহার করে বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতায় মান নিশ্চিতকরণ সেরাম উৎপাদন করে যেমন শত শত কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব, তেমনই পরীক্ষাসমূহের মানও নিশ্চিত করা সম্ভব।</span><br></p><div><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;"><br></span></div>