প্রকল্প সমূহ

অবহেলিত জনগোষ্টিকে সমাজের মূল স্রোতধারায় নিয়ে আসা ও প্রশিক্ষণ প্রদান করা
Service Delivery Simplification through Help Desk and Digitization at the Land Office (Interactive Website and Mobile Apps)

Dinamic Database হতে বয়স্ক ভাতাভোগী নির্বাচন এবং Mobile Banking এর মাধ্যমে ভাতার অর্থ বিতরণ।


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p><strong>ভাতা ভোগী নির্বাচন পদ্ধতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিগণের দূর্নীতিপরায়ণ মানসিকতার কারণে অনেক ক্ষেত্রে উপযুক্ত</strong><strong>/</strong><strong>সঠিক ব্যক্তিদের  ভাতা প্রদানের জন্য নির্বাচন করা হয় না।</strong></p> <p><strong>বয়স্ক ব্যক্তিদের ভাতা বিতরনের  তারিখ ও সময় জানতে এবং ভাতার অর্থ ব্যাংক হতে গ্রহনের জন্য একধিক বার সমাজ সেবা কার্যালয় ও সংশ্লিষ্ট ব্যাংকে আসতে হয়।ফলে বয়স্ক  ব্যক্তিরা হয়রানি স্বীকার।</strong><strong>TCV </strong><strong>বেশী।   </strong></p>

<p style="margin-left:.25in">সঠিক তথ্য ভান্ডার না থাকর কারণে উপযুক্ত উপকার ভোগী বাছাই করা সম্ভবপর হয় না। Baseline সার্ভে করে ষাটোর্ধ দরিদ্র মানুষের তালিকা প্রস্তুত করে প্রাপ্যতার মাপ কাঠিতে ক্রমান্নয়ে ভাতাভোগী বাছাই করা যাবে। একটি Customised Software এ data সংরক্ষন করতে হবে। পরবর্তীতে আবেদনের ভিত্তিতে যাচাই অন্তে নতুন নাম তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে। ভাতাভোগীদের Individual ID নম্বর থাকবে। Mobile Banking এর মাধ্যমে ভাতার টাকা সরাসরি ভাতাভোগীর হাতে পৌছানো হবে। এক্ষেত্রে ভাতাভোগীর সময় নষ্ট হবে না। কোন খরচ হবে না এবং অফিসে না এলেও চলবে। প্রাথমিক ভাবে software তৈরীর পূর্ব পর্যন্ত Offline এ সেবা প্রদান  করা হবে।</p> <p style="margin-left:.25in">উপজেলার ১টি ইউনিয়নে  পাইলটিং হবে। পাইলটিং এর ফলাফলের/স্টেক হোল্ডাদের ফিট ব্যাকের ভিত্তিতে  উপজেলা ব্যাপী কার্যক্রম গ্রহন করা হবে।</p>