<p>নামজারি জমাভাগ সম্পাদনে দীর্ঘসুত্রিতা, অতিরিক্ত অর্থ ব্যয়, কর্মচারীদের অদক্ষতা, অসততা ও তথ্যের অপ্রতুলতার কারনে মধ্যস্বত্তভোগী ও অসr কর্মচারীদের দ্বারা সেবাগ্রহিতাদের বহুবিধ হয়রানি, সময়ের অপচয় ও আর্থিক ক্ষতি হয়।</p>
<p style="margin-left:.25in">Help Desk এর মাধ্যমে অথবা online-এ নামজারির আবেদন গ্রহণ, নথি সৃজন ও পক্ষগণকে নোটিশ প্রদান একসাথে সম্পন্ন করার মাধ্যমে TCV হ্রাস করা হবে।</p> <p style="margin-left:.25in">Online Data Entry (স্ক্যান এবং আপলোড ও ডাটা এন্ট্রি) করে তা Website ও Mobile Apps-এর মাধ্যমে online-এ ভেরিফাই ও জানার জন্য উন্মুক্ত করে দেয়া হবে।</p> <p style="margin-left:.25in">ভূমি সহকারী কর্মকর্তা, কানুনগো ও সার্ভেয়ার সমন্বয়ে যৌথ তদন্তের মাধ্যমে সেবা গ্রহিতার ভোগান্তি হ্রাস করা হবে।</p> <p style="margin-left:.25in">সকল ধাপে Push Pull Service এর মাধ্যমে Customized Branded SMS দিয়ে শুনানি, আদেশ এবং খতিয়ান/পর্চা, DCR প্রদানের তারিখ অগ্রিম জানিয়ে দেয়া হবে। একটি স্থান হতে আবেদন গ্রহণের ন্যায় খতিয়ান ও DCR সরবরাহ করা হবে।</p> <p style="margin-left:.25in">Help Desk/online-এ খতিয়ানের(নামজারি) নকলের আবেদন সংগ্রহ করে তা দ্রুত প্রস্তুত করে তা Help Desk এর মাধ্যমে সরবরাহ করা হবে।</p> <p style="margin-left:.25in">ভূমি উন্নয়ন করের দাবী স্ব-নির্ধারনী প্রক্রিয়ায় Website ও Mobile Apps-এর মাধ্যমে online calculator-এ হিসাব করা যাবে।</p> <p style="margin-left:.25in">এসব সেবা প্রদানের জন্য নিম্নবর্নিত বিষয় সম্পন্ন করা হবেt</p> <p>Help Desk স্থাপন</p> <p>সকল রকমের আবেদন ফর্ম ও সেবা গ্রহতিাদের জন্য সহজ ভাষায় নির্দেশিকা ও প্রয়োজনীয় কোর্ট ফি Help Desk এ সংরক্ষণ</p> <p>একটি Hotline স্থাপন</p> <p>সকল খতিয়ান / মৌজা ম্যাপ / দাগসূচির Database তৈরী</p> <p>Record Room-এর সকল নথির Database তৈরী এবং সুষ্ঠু নথি ব্যবস্থাপনা (র্যাক, সেল, কলাম নম্বরসহ বিন্যস্তকরণ ও সজ্জিতকরণ)</p> <p>Misc Case এর Database তৈরী করা হবে।</p> <p>কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান ও Motivation</p> <p>ভৌত সুবিধাদি (যেমন নিজস্ব সার্ভার স্থাপন, ব্রডব্যান্ড সংযোগ স্থাপন, আসবাবপত্র ইত্যাদি সংগ্রহ) নিশ্চিতকরণ</p> <p>সকল পর্যায়ের কর্মকর্তাদের জন্য ওয়েবভিত্তিক ড্যাশবোর্ড তৈরীপূর্বক Monitoring নিশ্চিত করা হবে। </p> <p>রেকর্ড রুম ও ওয়েব সাইটের সকল তথ্য নিয়মিত Update করা হবে।</p>