প্রকল্প সমূহ

হাসপাতাল সমাজসেবা কার্যক্রমে অসহায় ও দুস্থ: রোগীদের সেবা সহজীকরণ এবং পূনর্বাসনে সহায়তাকরণ
ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান সহজীকরণ

ক্ষুদ্রঋণ কর্মসূচি সহজীকরণ


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p>সমস্যা ও সম্ভাবনার ভিত্তিতে গ্রাম ও উপকারভোগী নির্বাচনে দীর্ঘসূত্রিতায় ক্ষুদ্রঋণ কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না।</p> <p>১। গতানুগতিক পদ্ধতিতে ঋণ প্রাপ্তিতে উপকার ভোগীদের সময় বেশি লাগে ও বিনিয়োগ বাধাগ্রস্ত হয়।</p> <p>২। স্থানীয় প্রভাবশালীদের অযাচিত হস্তক্ষেপ।</p> <p>সমস্যার মূল কারণ-</p> <p>১। ঋণ গ্রহীতার নিকট হতে যথাসময়ে প্রয়োজনীয় কাগজপত্র প্রাপ্তিতে বিলম্ব হওয়া।</p> <p>২। ঋণ কর্মসূচী বাস্তবায়ন প্রক্রিয়ায় অধিক ধাপ থাকায় ঋণ প্রদানে বিলম্ব ঘটে।</p> <p>৩। স্থানীয় প্রভাবশালীদের সুপারিশের কারণে উপযুক্ত উপকারভোগী নির্বাচনে বিলম্ব হয়।</p> <p>৪। সার্বিক বিষয়ের প্রেক্ষিতে UPIC সভা করতে বিলম্ব হয়।</p>

<p>১. প্রথমেই উপজেলা সমাজসেবা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভা করে ঋণ বিতরণের জন্য অপ্রাধিকার ভিত্তিতে সম্ভাব্য সকল প্রকল্প গ্রাম নির্বাচন করা। যেন পরবর্তী ঋণ বিতরণের জন্য এ বিষয়ে নতুনভাবে সভা করতে না হয়।</p> <p><span style="line-height:1.6em">২. সংশ্লিষ্ট ইউনিয়ন সমাজকর্মীগণ কর্তৃক পরিবার জরিপ করা।সমাজকর্মী নির্বাচিত গ্রাম নিধারিত সময়ের মধ্যে জরিপ শেষ করবেন। এরপর ক, খ ও গ শ্রণিভূক্ত পরিবারেসমূহ আলাদা করবেন। টার্গেটভূক্ত বার্ষিক ০ থেকে ৫০,০০০/- আয়ের ক শ্রেণিভূক্ত পরিবারগুলোকে নিয়ে পরবর্তী কাজ শুরু করা।</span></p> <p><span style="line-height:1.6em">৩. জরিপকৃত পরিবারের সদস্যগণের মধ্য হতে একজনকে সভাপতি করে ৭ সদস্যের গ্রাম কমিটি গঠন করা এতে সমাজকর্মী সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।</span></p> <p><span style="line-height:1.6em">৪. গ্রাম কিমিটির সভায়  উপকারভোগী বা সেবা গ্রহীতা নির্বাচন, সংশ্লিস্ট এলাকার উপযোগী স্কীম বাছাই করে সুপারিশ আকারে প্রয়োজনীয় কাগজপত্রসহ সমাজসেবা কার্যালয়ে প্রেরণ করা ।</span></p> <p><span style="line-height:1.6em">৫. সমাজসেবা অফিসার স্কীমসমূহ প্রাথমিক বাছাই করে উপজেলা পল্লী সমাজসেবা  বাস্তবায়ন কমিটির সভায় চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করবেন।</span></p> <p><span style="line-height:1.6em">৬. উপকারভোগীদের মাঝে ঋণ বিতরণ।</span></p> <p>7. ঋণ বিতরণের পর Monitoring জোরদার করা। এক্ষেত্রে ফিল্ডসুপারভাইজার, ইউপি প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংস্থা, গ্রাম কমিটি, সংশ্লিস্ট সরকারি দপ্তর, Social Media Group.</p>