প্রকল্প সমূহ

পাড়াকেন্দ্রকে সকল ধরণের সেবা প্রাপ্তি ও আর্থ-সামাজিক কর্মকান্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করা।
টেকসই অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের গ্রাম উন্নয়ন সমিতির সদস্যগণের দোরগোড়ায় চাহিদা অনুযায়ী বিষয়ভিত্তিক ভ্রাম্যমাণ পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান।

নিয়োগ প্রক্রিয়া সহজীকরণ


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p>রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ ৩০টি হস্তান্তরিত বিভাগ নিয়ে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। cwil` n¯ÍvšÍwiZ বিভাগের ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারি নিয়োগ প্রদান করে থাকে। এই নিয়োগে পরিষদের কর্মকর্তা/কর্মচারীদের উল্লেখযোগ্য সময় ব্যস্ত থাকতে হয়। যার ফলে পরিষদের উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন এবং সরকার কর্তৃক নির্ধারিত প্রোগ্রামে যথাযথ সময় দেয়া কর্মকর্তা/কর্মচারিদের সম্ভব হয় না। বিশেষ করে রাংগামাটি জেলার ৬(ছয়) টি উপজেলায় জলপথ একমাত্র যোগাযোগের মাধ্যম। এখনো পর্যন্ত কয়েকটি ইউনিয়ন রয়েছে যেখানে রাংগামাটি সদরে আসা-যাওয়ার জন্য কমপক্ষে দুদিন সময় ব্যয় করতে হয়। এর ফলে পত্রিকার মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এ সকল নিয়োগ প্রার্থীদের নিকট নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক আবেদন পত্র সংগ্রহ, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা দিতে, আসা-যাওয়া খরচসহ অনেক অর্থ ব্যয় হয়। এমনকি যোগাযোগ ব্যর্থ হলে অনেকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে না।</p> <p>PvKzix cÖZ¨vkxiv wb‡qvM‡hvM¨ c`mg~‡ni c`wfwËK Kx Kx †hvM¨Zv cÖ‡qvRb Zv wew”Qbœfv‡e _vKvi Kvi‡Y mn‡R AeMZ nqbv| d‡j Zviv PvKzix cÖvwß n‡Z ewÂZ nq| ZvQvov cÖPwjZ c×wZ‡Z Av‡e`bcÎ Rgv`v‡bi Kvi‡Y PvKzix cÖZ¨vkx‡`i AwZwi³ mgq I A_© e¨q nq|</p> <p>ewY©Z Ae¯’vi cwi‡cÖwÿ‡Z PvKzix cÖZ¨vkx‡`i PvKzix msµvšÍ Z‡_¨i mnRjf¨Zv wbwðZKiY I cÖPwjZ Av‡e`b cÖwµqv‡K AbjvBbwfwËK K‡i RbevÜe Kiv hvq|</p>

<p><strong>প্রস্তাবিত</strong> <strong>নিয়োগ</strong> <strong>পদ্ধতির</strong> <strong>প্রসেস</strong> <strong>ম্যাপ</strong></p> <p> </p> <p> </p> <p> </p> <p> </p> <p> </p> <p> </p> <p>নিয়োগ যোগ্যতা ওয়েব সাইটে mwbœ‡ek প্রকাশ</p> <p>           </p> <p> </p> <p> </p> <p>নিয়োগ কমিটির সভা</p> <p>   </p> <p> </p> <p> </p> <p> </p> <p> </p> <p> </p> <p> </p> <p> </p> <p> </p> <p> </p> <p> </p> <p> </p> <p> </p> <p> </p> <p> </p> <p> </p> <p> </p> <p> </p> <p> </p> <p> </p> <p> </p> <p> </p> <p> </p> <p> </p>