প্রকল্প সমূহ

নিয়োগ প্রক্রিয়া সহজীকরণ
প্রকল্প/স্কিমের আবেদন অনলাইনে গ্রহণের মাধ্যমে জনসম্পৃক্ততা বৃদ্ধি ও সহজীকরণ।

টেকসই অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের গ্রাম উন্নয়ন সমিতির সদস্যগণের দোরগোড়ায় চাহিদা অনুযায়ী বিষয়ভিত্তিক ভ্রাম্যমাণ পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান।


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p>গ্রাম উন্নয়ন সমতির সদস্যদের জন্য বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশিক্ষণ আয়োজনের কথা থাকলেও অসংখ্য সদস্য এখনো কোন প্রশিক্ষণ পাননি। এর ফলে তারা কোন প্রকার প্রশিক্ষণ ছাড়াই ঋণের অর্থ লগ্নি করেন এবং যথাযথ প্রশিক্ষণের অভাবে মাঝে মাঝেই আর্থিক ক্ষতির সম্মুখীন হন। তারা যখন প্রশিক্ষণের জন্য মনোনীত হন, খামার এবং সংসারের কাজ ফেলে দীর্ঘ সময়ের জন্য প্রশিক্ষণে আসতেও চান না। এছাড়া, প্রশিক্ষণ পেলেও একজন অশিক্ষিত দরিদ্র সদস্য’র পক্ষে দীর্ঘ সময় সেই জ্ঞান মনে রেখে প্রয়োগ করাও যথেষ্ট কঠিন। খামারের আয়বর্ধক কর্মকান্ডে নানান অসুবিধা যেমন, নিত্য নতুন রোগবালাই সহ বিভিন্ন সমস্যার উদ্ভব হয়, যা সদস্যগণ একক প্রচেষ্টায় সমাধান করতে পারেন না। এসব সমস্যার তাতক্ষনিক কোন সমাধান তাদের দোরগোড়ায় থাকে না। ফলে তারা অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে কাঙ্ক্ষিত ফল বয়ে আনতে পারছেন না। </p>

<p style="margin-left:.25in">গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের ট্রেড ভিত্তিক আলাদা ডাটাবেইজ প্রস্তুত করা হবে।</p> <p style="margin-left:0.25in">সদস্যগণের সুবিধার্থে একটি টেলিফোন হটলাইন স্থাপন করা হবে। খামারে কোন সমস্যা দেখা দিলে সদস্যগণ নিজে স্থাপিত</p> <p style="margin-left:.25in">হটলাইনে ফোন করে বা সমিতির সভাপতি/ ম্যানেজারের মাধ্যমে খামারের সমস্যার কথা ইনোভেশন টিমের কোন সদস্যকে জানাবেন। </p> <p style="margin-left:.25in">সদস্যগণ সমস্যার ধরণ অনুযায়ী প্রয়োজনীয় সরঞ্জাম ও ঔষধপত্রসহ সদস্য’র খামারে উপস্থিত হয়ে প্রয়োজনীয় পরামর্শ দিবেন।</p> <p style="margin-left:.25in">একই সমস্যা একাধিক খামারে দেখা দিলে কমিউনিটি ভিত্তিক পরামর্শ বা প্রশিক্ষণ দেয়া হবে। এর ফলে সদস্যগণের</p> <p style="margin-left:.25in">TVC বহুলাংশে হ্রাস হবে। নির্দিষ্ট সময় পর পর একাধিক সমিতির সদস্যগণের সমন্বয়ে নিকটবর্তী কোন স্থানে অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠান</p> <p style="margin-left:.25in">আয়োজন করা হবে, যার ফলে তাদের এবিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বৃদ্ধি পাবে। বিদ্যমান সমস্যাগুলোর একটি ডাটাবেজ তৈরি করা হবে। পরবর্তী সময়ে সমিতির সদস্যদের পেশাভিত্তিক উন্নয়ন পর্যালোচনা করা হবে।</p>