<p>দূর্গম এলাকা, কমউনিটির সম্পৃক্ততা না থাকা, যোগাযোগ ব্যবস্থা না থাকা, যোগ্যতা সম্পন্ন শিক্ষক না পাওয়া, আবাসিক সংকট, দূর্বল ব্যবস্থাপনা, ভাষাগত সমস্যা ইত্যাদির কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।</p>
<p>SMC গুলোকে অধিকতর কার্যক্র করার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা ও Motivate করা।</p> <p>প্রাথমিক শিক্ষা কার্যক্রম মনিটরিং এর জন্য জেলা পর্যায়ে একটি কমিটি গঠন করা হয়েছে।</p> <p>হেডম্যান/কারবারীর সহায়তায় বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র/ছাত্রীর উপস্থিতির তথ্য সংগ্রহ করা হচ্ছে।</p>