প্রকল্প সমূহ

ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা
ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা

আদায়কৃত টাকা সঠিক সময়ে জমা ও পাশ বহিতে এন্ট্রি।


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p>বিতরণকৃত টাকা সাপ্তাহিক/পাক্ষিক/মাসিক ভিত্তিতে আদায় করা হয়। আদায়কৃত টাকা ব্যাংকে জমা করে জমার ভাউচার মাঠ কর্মী পরবর্তী কিস্তি আদায়ের তারিখে সমিতির ম্যানেজারের কাছে পৌছেঁ দেয়। অনেকক্ষেত্রে মাঠ কর্মী সমিতির ম্যানেজারের নিকট নিয়মিত ব্যাংক স্লিপ পৌছেঁ দেয় না। সদস্য পর্যায়ে ব্যাংক জমার ভাউচার দেয়া হয়না। পরিশোধিত টাকা, ব্যাংক জমার ভাউচার সমিতির ম্যানেজারের হাতে পাওয়ার মধ্যবর্তী বিলম্ব ও ম্যানেজার কর্তৃক টাকার ব্যাংক জমার বিষয়টি সদস্যদের অবহিত না করার কারণে সদস্যরা সঠিক হিসাব সংরক্ষণ করতে পারে না। ফলে তারা অনেকক্ষেত্রে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয় ।</p>

<p>নিবন্ধিত পাশ বহি ইস্যু করা ও প্রতিদিনের টাকা জমার ব্যাংক স্লিপ উপজেলা দপ্তরে জমা হওয়ার সাথে সাথে ডাটা এন্ট্রি দিয়ে বাল্ক এসএমএস এর সাহায্যে সদস্যদেরকে অবহিতকরণ।</p>