<p><u>বিদ্যমান সমস্যা</u><br /> ১. ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কর্তৃক সঠিকভাবে কর নির্ধারণ না করা<br /> ২. ভূমি উন্নয়ন কর সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্যের অভাব<br /> ৩. ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীদের মাঝে স্বচ্ছতার অভাব এবং দূর্নীতিপ্রবণতা বেশী<br /> ৪. দালাল/মধ্যস্থতাকারীদের উপস্থিতি</p> <p><u>সমস্যার মূল কারণ</u><br /> ১. সংশ্লিষ্ট কর্মচারীদের মাঝে উদ্যমের অভাব এবং অধিকাংশই নিবেদিত হয়ে কাজ করেনা<br /> ২. এ সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য প্রদানের জন্য সংশ্লিষ্ট অফিসে হেল্প ডেস্ক নাই<br /> ৩. কর্মচারীদের অতিরিক্ত কাজের বিনিময়ে সরকারি কোন প্রণোদনার ব্যবস্থা নাই<br /> ৪. জনগণের মাঝে সচেতনতার অভাব</p> <p>যেহেতু ভূমি উন্নয়ন করের সাথে সকল ভূমি মালিকদের স্বার্থজড়িত, সেহেতু ভূমি মালিকগণ সকলের ক্ষেত্রে এই সমস্যা বিদ্যমান।শতকরা প্রায় ৯০ ভাগ ভূমি মালিক এই সমস্যার ভূক্তভোগী। কারণ ভূমি মালিকগণ ভূমি সংক্রান্ত বিষয়ে সচেতন নয়।</p>
<p>** একটি তহবিল নির্ধারন করে হোল্ডিং অনুযায়ী ভূমি মালিকের সকল তথ্যসহ ডাটাবেইজ প্রস্তুত।<br /> **ডাটাবেইজ অনুযায়ী সঠিকরূপে ডিজিটাল রিটার্ণ-৩ প্রস্তুত করে সরকারি নির্ধারিত কর ভূমি মালিককে অবহিত করণের লক্ষ্যে প্রচার গুরুত্বপূর্ণস্থানে প্রদর্শন।<br /> **বকেয়া ও হাল দাবি নির্ধারণ করে মালিকানা প্রমাণের প্রয়োজনীয় কাগজপত্রের বিবরণসহ নোটিশ প্রদান (নোটিশ সহকারী কমিশনার(ভূমি) কর্তৃক স্বাক্ষরিত) আপত্তি দাখিল করা মালিকদের শুনানী গ্রহন ও নিষ্পত্তি।<br /> ** সহকারী কমিশনার(ভূমি)কর্তৃক স্বাক্ষরিত নোটিশসহ আগত ভূমি মালিকগণ কর্তৃক ভূমি উন্নয়ন কর প্রদান।</p> <p><u>আইডিয়ার বিবরনী তে উদ্ভাবন বা নতুন প্র্যাকটিসঃ</u><br /> ১। হোল্ডিং অনুযায়ী ভূমি মালিকের সকল তথ্যসহ ডাটাবেইজ প্রস্তুত।<br /> ২। বকেয়া ও হাল দাবি নির্ধারণ করে মালিকানা প্রমাণের প্রয়োজনীয় কাগজপত্রের বিবরণসহ নোটিশ প্রদান (নোটিশ সহকারী কমিশনার(ভূমি) কর্তৃক স্বাক্ষরিত)।</p>