প্রকল্প সমূহ

ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা
সমবায় সমিতির অডিট কার্যক্রম সহজীকরণ

মোটাতাজাকরনে প্রাণীর হেলথ কার্ড চালু।


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p>গরু মোটা তাজাকরনে বিভিন্ন অপ্রচলিত ও নিষিদ্ধ ষ্টেরয়েড জনস্বাস্থ্যের জন্য ঝুঁকির সম্ভাবনা আছে । খামারী/কৃষকগণ সঠিক পদ্ধতিতে  প্রানিসম্পদ দপ্তরের পরামর্শে মোটাতাজা করণ করেও বিক্রির সময় নানাবিধ প্রশ্নের সম্মুখীন হন।   অন্যদিকে স্টেরয়েড  ব্যবহারের কারনে জনস্বাস্থ্যের ক্ষতির সম্ভাবনা আছে।এ ব্যাপারে জনগনের মাঝেও নানা ধরনের বিভ্রান্তি বিদ্যমান।মোটাতাজাকরনকৃত প্রাণির হেল্থ কার্ডে কি ধরনের পদ্ধতি  ব্যবহার করে মোটাতাজাকরন  করা হয়েছে  তা উল্লেখ থাকবে।এতে প্রাণিসম্পদ কর্মকর্তার প্রত্যয়ন থাকবে।এতে খামারি /কৃষক প্রাণির  ন্যায্য মূল্য পাবে  এবং ভোক্তারাওতার ক্রয়কৃত প্রাণির  বিষয়ে একটি স্বচ্ছ ধারনা পাবে।</p> <p> </p> <p> </p> <p> </p>

<p style="margin-left:.25in">মোটাতাজাকৃত প্রানির জন্য একটি নির্দিষ্ট এলাকা/খামারী নির্বাচন।উক্ত এলাকার মোটাতাজা করণের জন্য প্রাণীর বিবরণ আইডেন্টিফিকেশন মার্ক সহ যাবতীয় তথ্য সংবলিত প্রতিটি  প্রাণির  জন্য একটি করে কার্ড প্রদান করা হবে।খামারীরা উক্ত কার্ড সংরক্ষণ করবেন। মাঠকর্মীগন যখন যে সেবা প্রদান করবেন যে সব তথ্য উক্ত কার্ডে  লিপিবদ্ধ করবেন।কি কি ঔষধ,কি কি টিকা প্রদান, কি ধরনের খাদ্য,  তা সময় উল্লেখসহ লিপিবদ্ধ থাকবে।প্রাণিসম্পদ  কর্মকর্তা  সময়ে সময়ে প্রত্যয়ন প্রদান করবেন । এভাবে প্রানীটির বাজার জাত করারপূর্ব পর্যন্তসকল তথ্য থাকবে। ভোক্তাগন উক্ত কার্ড দেখে প্রানীটি ক্রয় করবেন ।খামারি /কৃষক তার প্রাণির  ন্যায্যমূল্য পাবে।অন্যদিকে অপ্রচলিত পদ্ধতিতে মোটাতাজাকরনের হার কমে যাবে।</p> <p style="margin-left:.25in"> </p>