বিদেশীসহ সব পর্যটকের একটি বড় অংশ ইন্টারনেট থেকে পর্যটন সংক্রান্ত তথ্যের অনুসন্ধান করেন। কিন্তু বাংলাদেশের এমন নির্দিষ্ট জায়গা পোর্টাল নেই যেখান থেকে সব তথ্য পাওয়া যাবে। বাংলাদেশ পর্যটন পোর্টাল তৈরি করলে তথ্যের একটি বড় ভাণ্ডার তৈরি হতে পারে।
বিদেশী পর্যটকদের ৬৮% ইন্টারনেট হতে তথ্যের জন্য অনুসন্ধান করেন এমন গবেষণা আছে। এর বিপরীতে বর্তমানে বাংলাদেশে কোন পর্যটন পোর্টাল নেই যেখানে পর্যটন সংক্রান্ত সকল তথ্য পাওয়া যায়। এ কারণে গন্তব্য, হোটেল, খাবার, ঘটনা ইত্যাদি সম্পর্কে সম্পূর্ণ তথ্য না থাকায় তারা অনুসন্ধানের ভিত্তিতে তাদের সফর পরিকল্পনা করতে পারেন না। এর সমাধান এর জন্য এরটি ইন্টারনেট পোর্টাল তৈরি করা হচ্ছে যেখানে পর্যটকদের সহায়াতা করার জন্য যথেষ্ট তথ্য রয়েছে এবং পর্যটক এবং পরিষেবা প্রদানকারীর সাথে সংযোগ আছে।
এ টু আই-এর সার্ভিস ইনোভেশন ফান্ডের এই প্রকল্পে একটি পর্যটন পোর্টাল করা হবে। যাতে পর্যটকদের জন্য বাংলাদেশের যে কোনো পর্যটন স্পট সংক্রান্ত যথেষ্ট তথ্য থাকবে।