প্রকল্প সমূহ

বাংলাদেশের পর্যটন পোর্টাল
স্থানীয় আবহাওয়া নির্ণায়ক যন্ত্রের নেটওয়ার্ক সেবা তৈরী

অসহায় শিশুদের জন্যে ক্যাপিটেশন গ্রান্ট ব্যবস্থাপনা ও কেস ব্যবস্থাপনার জন্যে অনলাইন সিস্টেম


নিবন্ধন প্রাপ্ত বেসরকারি এতিমখানাসমূহের শিশুদের প্রতিপালন, চিকিৎসা এবং শিক্ষা প্রদানের জন্য ক্যাপিটেশন গ্রান্ট নামে আর্থিক সহায়তা দেয় সমাজকল্যাণ মন্ত্রণালয়। যেটাতে অনিয়মের সুযোগ বন্ধ করতে একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা গ্রহণ করার জন্য এই প্রকল্প।

চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

নিবন্ধন প্রাপ্ত বেসরকারি এতিমখানাসমূহের শিশুদের প্রতিপালন, চিকিৎসা এবং শিক্ষা প্রদানের জন্য ক্যাপিটেশন গ্রান্ট নামে আর্থিক সহায়তা দেয় সমাজকল্যাণ মন্ত্রণালয়। বর্তমানে প্রায় ৩ হাজার ৫০০ বেসরকারি এতিমখানার প্রায় ৬২ হাজার এতিম শিশুকে ক্যাপিটেশন গ্রান্ট প্রদান করা হচ্ছে। দরিদ্র এতিম শিশুদের মানবসম্পদে পরিনত করাই ক্যাপিটেশন গ্রান্টের প্রধান উদ্দেশ্য। এই আর্থিক সহায়তার আগে-পরে আবেদন, সময় খরচ, সরকারী অর্থের সর্বোচ্চ উপযোগিতা নিশ্চিত, মনিটরিং এবং ফলাফল দেখাসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। এ কারণে ক্যাপিটেশন গ্র্যান্ট ম্যানেজমেন্ট সিস্টেমের পাশাপাশি বেসরকারি সংস্থাসমূহের শিশু ব্যবস্থাপনা কার্যক্রমকেও স্বয়ংক্রিয়করণের পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।

এই প্রকল্পে পুরোপুরি স্বয়ংক্রিয় ক্যাপিটেশন গ্র্যান্ট ম্যানেজমেন্ট সিস্টেমে দাঁড় করানো হবে যেটার কার্যক্রম চলবে আবেদন থেকে শুরু করে ফল কী হলো সেটা দেখা পর্যন্ত। আবেদন প্রক্রিয়া, অনুদান প্রদান প্রক্রিয়া, বিকল্প যত্ন নেওয়ার পদ্ধতি, শিশু ভর্তি, খালি আসন, অনুদান ট্র্যাকিং, রেকর্ড রাখা, শিশুদের অভিযোগ ব্যবস্থাপনা, আর্থিক অনুদান, স্পন্সরশীপ এবং মূল্যায়ন প্রক্রিয়া- সব কিছু এই স্বয়ংক্রিয় ব্যবস্থার অধীনে থাকবে।