একটি ভাল মানের এবং কম খরচে সারা দেশে আবহাওয়ার তথ্য সংগ্রহ করার জন্য নেটওয়ার্ক গড়ে তোলার দরকার। যা করতে পারলে সঠিক আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার মতো জনগুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব। এ টু আই-এর ‘স্থানীয় আবহাওয়া নির্ণায়ক যন্ত্রের নেটওয়ার্ক সেবা তৈরী’ শীর্ষক প্রকল্পে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
বাংলাদেশ বর্ষা মৌসুমে বৃষ্টি, গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড়, লাগাতার ঝড়বৃষ্টি, টর্নেডো, বন্যা, খরা, ভূমিকম্পের মতো নানা আবহাওয়াগত ঘটনা দ্বারা আক্রান্ত হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রায় প্রতি বছরই অসংখ্য মানুষ মারা যাচ্ছে, সম্পদ ক্ষতিগ্রস্থ হচ্ছে, জনজীবনে দূর্ভোগ বাড়ছে। সঠিক আবহাওয়ার পূর্বাভাস সম্ভাব্য বড় ধরণের আর্থিক ক্ষতিকে প্রশমিত করতে পারে। বাংলাদেশে আমাদের নিজেদের আবহাওয়া অধিদপ্তরের আছে এবং আবহাওয়া সংক্রান্ত ঘটনা বিশ্লেষণ করার জন্য বৈশ্বিক সহযোগিতা আছে। এছাড়া, বাংলাদেশ মূলত কৃষি প্রধান দেশ। বাংলাদেশের কৃষি অনেকাংশেই আবহাওয়ার উপর অত্যন্ত নির্ভরশীল। সঠিক আবহাওয়ার পূর্বাভাস প্রদান ব্যবস্থা বাস্তবায়ন এবং জনগোষ্ঠীকে জানাতে পারলে দেশের কৃষি খাতকেও আরো সমৃদ্ধ করা সম্ভব।
জনগণের বৃহত্তর স্বার্থে উপস্থাপিত সমস্যাটি সমাধানের লক্ষ্যে আমরা আবহাওয়া সংক্রান্ত পূর্বের এবং বর্তমান তথ্য ও পরিসংখ্যান বিশ্লেষণ করে আরো ভালোভাবে সারা দেশের আবহাওয়ার সঠিক তথ্য সংগ্রহ করার জন্য একটা কার্যকর মাইক্রো ক্লাইমেট ডিটেকশন সিস্টেম তৈরির করা হবে এই প্রকল্পের আওতায়। যা সঠিক সময়ে জনগণকে আবহাওয়ার সঠিক তথ্য পৌঁছে দিতে কার্যকর ভূমিকা রাখবে।