<p>প্রযুক্তিগত জ্ঞান, সাময়িক পতিত ও সঠিক সময়ে সঠিক জাত পছন্দ না করায় সুনিদিষ্ট জায়গায় ফসল চাষাবাদ কম হচ্ছে এ জন্য শস্যের নিবিড়তা বৃদ্ধি কম হচ্ছে এবং কৃষক উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছে।</p>
<p>সাময়িক পতিত জমি গুলো সেই সাথে জাত পরিবর্তনের মাধ্যমে আধুনিক প্রযুক্তি গুলো কৃষক/ কৃষাণীর কাছে গ্রুপভিত্তিক আলোচনা সাপেক্ষে নিদিষ্ট দিন অর্থাৎ রবিবারে নিদিষ্ট জায়গায় সময়মত প্রযুক্তি হস্তান্তর ও ফসলের জাতের পরিবর্তনের মাধ্যমে ফসলের নিবীড়তা বৃদ্ধি। অর্থাৎ ২ ফসলিকে ৩ ফসলি এবং ১ ফসলিকে ২ ফসলি করা।</p>