প্রকল্প সমূহ

সাময়িক পতিত জমিতে জাত ও প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে শস্যের নিবীড়তা বৃদ্ধিতে “রবিবারের কৃষি”।
এনজিও কার্যক্রম নিবিড় সমন্বের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন তরান্বিতকরণ

বয়স্ক ভাতাভোগী নির্বাচন সহজীকরণ


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p>প্রকৃত বয়স্ক ভাতাভোগী নির্বাচনে দীর্ঘসুত্রিতা, কমিটির সদস্যদের অসহযোগিতা ও কর্মচারীদের অদক্ষতার কারণে মধ্যসত্বভোগীদের দ্বারা সেবা গ্রহীতাদের হয়রানি, সময়ের অপচয় ও আর্থিক ক্ষতি হয়।</p> <p> </p>

<p style="margin-left:.25in">Online এ আবেদন গ্রহণের মাধ্যমে T.C.V হ্রাস করা হবে।</p> <p style="margin-left:.25in">নিদির্ষ্ট দিনে নির্দিষ্ট স্থানে সকল আবেদনকারীকে একত্রিত করার মাধ্যমে সেবা গ্রহীতার ভোগান্তি হ্রাস করা হবে।</p> <p style="margin-left:.25in">ইউনিয়ন এবং উপজেলা কমিটির অধিকাংশ সদস্যের উপস্থিতিতে উপযুক্ত ব্যক্তিদের Database প্রনয়নের ফলে মধ্যসত্বভোগীদের দেৌরাত্ব থাকবে না। এতে করে T.C.V হ্রাস পাবে।</p>