প্রকল্প সমূহ

আদর্শ গ্রাম
কমিউনিটি সীড ব্যাংক

আদর্শ কৃষক নির্বাচন করে তার মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তি হস্তাস্তর।


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p>প্রযুক্তির বাস্তব প্রয়োগ না দেখতে পাওয়া সময় মতো সম্প্রসারণ কর্মীর সাক্ষাত না পাওয়া এবং আদর্শ কৃষকের সংস্পর্শে না আসায় চাহিদা ভিত্তিক কৃষি প্রযুক্তির অভাবে কৃষক সঠিক ফসল উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছে। </p>

<p>প্রাথমিক পর্যায়ে ব্লকে উপসহকারী কৃষি অফিসারের মাধ্যমে আদর্শ কৃষক নির্বাচন করে তাকে ভালভাবে  প্রশিক্ষণ ও উদ্বুদ্ধ করে আধুনিক প্রযুক্তি গ্রহন করানো। পরবর্তী মৌসূমে পার্শ্ববর্তী কৃষকদের আদর্শ কৃষকের মাঠ পরিদর্শন ও প্রশিক্ষণ দিয়ে আধুনিক প্রযুক্তি সম্পর্কে ধারণা দেয়া। এভাবে প্রতিটা মৌসূমের শুরুতে আদর্শ কৃষকের পার্শ¦বর্তী কৃষকদের প্রশিক্ষন ও মাঠ পরিদর্শনের মাধ্যমে ঐ মৌসূমের প্রযূক্তি সম্পর্কে ধারনা দেওয়া।</p>