প্রকল্প সমূহ

আদর্শ কৃষক নির্বাচন করে তার মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তি হস্তাস্তর।
কমিউনিটি সীড ব্যাংক

কমিউনিটি সীড ব্যাংক


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<table border="" cellpadding="0" cellspacing="0" style="width:640px"> <tbody> <tr> <td style="height:31px; width:320px"> <p>সমস্যা</p> </td> <td style="height:31px; width:320px"> <p>কারন</p> </td> </tr> <tr> <td style="height:23px; width:320px"> <p>১। মানসম্মত বীজের অভাব </p> </td> <td style="height:23px; width:320px"> <p>কৃষকের কারিগরি জ্ঞানের অভাব</p> </td> </tr> <tr> <td style="height:25px; width:320px"> <p>২। ভেজাল বীজের উপস্থিতি</p> </td> <td style="height:25px; width:320px"> <p>অসাধু ব্যবসায়ী</p> </td> </tr> <tr> <td style="height:23px; width:320px"> <p>৩। উৎপাদন কাঙ্ক্ষিত না হওয়া</p> </td> <td style="height:23px; width:320px"> <p>মানসম্মত বীজের দুষ্প্রাপ্যতা</p> </td> </tr> <tr> <td style="height:25px; width:320px"> <p>৪।গবেষণা প্রতিষ্ঠান থেকে সর্বশেষ জাত কৃষক পর্যায়ে না যাওয়া</p> </td> <td style="height:25px; width:320px"> <p>চাষির সাথে যোগাযোগের অভাব</p> </td> </tr> <tr> <td style="height:25px; width:320px"> <p>৫। ক্ষুদ্র ও প্রান্তিক চাষীরা নতুন জাতের বীজ নিতে অনাগ্রহী</p> </td> <td style="height:25px; width:320px"> <p>তারা ফলন সম্পর্কে অনাগ্রহী</p> </td> </tr> <tr> <td style="height:25px; width:320px"> <p>৬। ভাল বীজ সংগ্রহ ও সংরক্ষণ প্রক্রিয়াকরনের জ্ঞানের অভাব</p> </td> <td style="height:25px; width:320px"> <p>দক্ষতা ও বীজ সংরক্ষণ উন্নত পাত্রের অভাব</p> </td> </tr> </tbody> </table>

<p>গবেষণা প্রতিষ্ঠান থেকে ছাড়কৃত সর্বশেষ জাত ও উচ্চ ফলনশীল জাতের ফসলের উৎপাদন করে কমিউনিটি সীড ব্যাংক তৈরী করা। এজন্যে একটি কমিউনিটি থেকে ১৫-২০ জন কৃষক নির্বাচন করে তাদের প্রশিক্ষণ প্রদান করে ভিত্তিবীজ, সংগ্রহ করে প্রদান করা হবে। এরপর উৎপাদনের সব পর্যায়ে নিবিড় মনিটরিং-এর মাধ্যমে বীজ উৎপাদন করা হবে এবং বীজের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মাধ্যমে বীজের মান নিয়ন্ত্রণ করা হবে। কৃষকদের মাঝে উন্নত বীজপত্র সরবরাহ করা হবে। সেই পাত্রে বীজ সংরক্ষণ করে পরবর্তি উৎপাদন মৌসুমে সংরক্ষিত বীজ কমিউনিটির অন্য কৃষকদের সরবরাহ করা হবে।</p>