প্রকল্প সমূহ

কৃষি সম্প্রসারণ টুলস (এ্যাপস, ওয়েব সাইট ইত্যাদি ) ব্যবহার করে সমন্বিত সম্প্রসারণ সেবা সহজলভ্যকরণের মাধ্যমে কৃষকদের ভোগান্তি লাঘবকরণ
উপজেলা পরিষদে গৃহীত এডিপি প্রকল্পের জনগুরুত্ব ও দ্বৈততা যাচাই

কৃষি সম্প্রসারণ টুলস (এ্যাপস, ওয়েব সাইট ইত্যাদি ) ব্যবহার করে সমন্বিত সম্প্রসারণ সেবা সহজলভ্যকরণের মাধ্যমে কৃষকদের ভোগান্তি লাঘবকরণ


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p>উপজেলা কৃষি অফিসগুলোতে সমন্বিত সম্প্রসারণ সেবা ব্যবস্থার অপ্রতুলতার কারণে এক জায়গায় ও কৃষকের সুবিধাজনক জায়গায় সবধরনের সম্প্রসারণ সেবা না পাওয়ায় কৃষকগণ নানা ভোগান্তির স্বীকার এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।</p>

<p>বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক ইতোমধ্যে উদ্ভাবিত কৃষি সম্প্রসারণ টুলস যেমন: এ্যাপস ও ওয়েবসাইটসমূহকে একত্রিত করে সেগুলোর ব্যবহারকরে সমন্বিতভাবে সম্প্রসারণ সেবা প্রদানে সক্ষম করে তোলার লক্ষে এসএএও ও অন্যন্য স্টেকহোল্ডারদের প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষিত এসএএও ও অন্যন্য স্টেকহোল্ডারদের মাধ্যমে  কৃষকদের বাড়ীর কাছেই (ইউডিসি, ফিয়াক, এআইসিসিতে ) সমন্বিত কৃষি সম্প্রসারণ সেবা প্রদানের ব্যবস্থা করা হবে। কৃষকদের জন্য সহজলভ্য স্থানে (যেমন: সার ও অন্যন্য কৃষি উপকরণ ব্যবসায়ী দোকান) প্রয়োজনীয় কৃষি তথ্য যেমন: ফসলভিত্তিক সারের মাত্রা সংক্রান্ত তথ্য প্রদর্শনের জন্য সাইনবোর্ড, ব্যানার বা ফেস্টুন ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা হবে। কৃষি অফিসে সমন্বিত  সম্প্রসারণ সেবা প্রদানের জন্য একটি তথ্য প্রযুক্তি নির্ভর সেবা ডেস্ক স্থাপন করা হবে যা সর্বশেষ প্রযুক্তির প্রাপ্যতা নিশ্চিত করার জন্য গবেষণা প্রতিষ্ঠানসমূহের সাথে যোগাযোগ রক্ষা করবে এবং অন্যান্য কৃষি সাব সেক্টরকে (মৎস, প্রাণিসম্পদ অফিস ) কৃষকের সাথে যুক্ত করবে। প্রশিক্ষণের মাধ্যমে কৃষক টু কৃষক, কৃষি উপকরণ ব্যবসায়ী টু কৃষক ও অন্যন্য স্টেকহোল্ডার টু কৃষক তথ্য সেবা নিশ্চিৎ করা হবে।</p>