<p>একটি উপজেলায় স্থানীয়, কেন্দ্রীয় ও অপ্রত্যাশিত বিভিন্ন বরাদ্দ থেকে প্রাপ্ত অর্থ দ্বারা উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয় । এডিপি দ্বারা গৃহীত প্রকল্পের ক্ষেত্রে যথাযথ যাচাই-বাছাই প্রক্রিয়া অনুসরণ না করায় এবং পুরাতন প্রকল্পের ডাটাবেইজ না থাকা ও তার সাথে ক্রস চেকের ব্যবস্থা না থাকায় প্রকল্পের দ্বৈততা সৃষ্টি হয় ও জনগুরুত্বপূর্ণ প্রকল্প বাছাই করা যায় না ।</p>
<p>এডিপি প্রকল্প দাখিলের একটি সহজবোধ্য প্রকল্প ছক প্রণয়ন (প্রজেক্ট প্রফর্মা)</p> <p>প্রতি ইউনিয়নের প্রকল্পসমূহ ওয়ার্ডভিত্তিক বিভাজন ।</p> <p>উপজেলার ইউনিয়ন সমূহের ওয়ার্ডভিত্তিক রাস্তা-ঘাট ও স্কুল-কলেজ-চিকিৎসালয় সমূহের কোডিং প্রদান (একটি আই.ডি) ।</p> <p>বিগত ২/৩ বছরে উক্ত রাস্তা-ঘাট ও প্রতিষ্ঠান সমূহে গৃহীত প্রকল্পের (অর্থের পরিমাণসহ) ডাটাবেইজ তৈরি । সাথে ছবিও থাকতে পারে ।</p> <p>পঞ্চবার্ষিক পরিকল্পনার আলোকে প্রতি ইউনিয়নে সকল শ্রেনী-পেশার ব্যক্তি, জনপ্রতিনিধিদের সমন্বয়ে ইউনিয়নভিত্তিক জনগুরুত্বপূর্ণ প্রকল্প বাছাই ।</p> <p>প্রকল্পসমূহের দ্বৈততা পরিহারে ডাটাবেজের সাথে ক্রস চেকিং/ যাচাই ।</p> <p>জনগুরুত্বপুর্ণ ও নতুন প্রকল্প উপজেলা যাচাই-বাছাই কমিটিতে পেশ ও অনুমোদন ।</p> <p>প্রকল্প জনগুরুত্বপূর্ণ স্থানে প্রচার, প্রদর্শন ও তথ্য বাতায়নে প্রকাশ ।</p> <p>প্রকল্প সমাপ্তিতে ছবি, বিবরণ, অর্থের উৎস ও বরাদ্দসহ ডাটাবেজ হালনাগাদ ।</p>