প্রকল্প সমূহ

উপজেলা পরিষদে গৃহীত এডিপি প্রকল্পের জনগুরুত্ব ও দ্বৈততা যাচাই
E-সেবার মাধ্যমে সেচ যন্ত্রের লাইসেন্স প্রদান/নবায়ন প্রক্রিয়া সহজীকরণ।

অর্পিত সম্পত্তি লীজ নবায়ন ডিজিটালাইজেশন


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<table border="" cellpadding="0" cellspacing="0" style="width:643px"> <tbody> <tr> <td style="width:211px"> <p><strong>বিদ্যমান সমস্যা</strong></p> </td> <td style="width:192px"> <p><strong>সমস্যার মূল কারণ</strong></p> </td> <td style="width:240px"> <p><strong>সমস্যার কারণে সেবাগ্রহিতাদের ভোগান্তি</strong></p> </td> </tr> <tr> <td style="height:22px; width:211px"> <p>যথাযথ আবেদন না পাওয়া</p> </td> <td style="height:22px; width:192px"> <p>আবেদনকারীর অদক্ষতা</p> </td> <td style="height:22px; width:240px"> <p>আবেদন নিষ্পত্তিতে বিলম্ব</p> </td> </tr> <tr> <td style="width:211px"> <p>তদন্ত প্রতিবেদন সময়সাপেক্ষ</p> </td> <td style="width:192px"> <p>আবেদনসমূহ সময়মত না পাওয়া</p> </td> <td style="width:240px"> <p>একাধিকবার ভূমি অফিসে যাতায়াতে ভোগান্তি</p> </td> </tr> <tr> <td style="width:211px"> <p>তথ্য গোপনের প্রবণতা</p> </td> <td style="width:192px"> <p>ভূমি দস্যু ও টাউট শ্রেণীর তৎপরতা</p> </td> <td style="width:240px"> <p>প্রকৃত লীজ গ্রহীতা বঞ্চনার শিকার হন</p> </td> </tr> </tbody> </table>

<p>প্রতিটি ভি.পি. লীজকেসের লীজের স্বতন্ত্র মোবাইল নম্বর হবে লীজকেসের আইডি (পরিচিতি নং) । এই নম্বর দ্বারা সফটওয়্যারে ইনসার্ট করে ক্লিক করলে স্বয়ংক্রিয় পদ্ধতিতে লীজ নবায়নের আবেদন সহকারী কমিশনার (ভূমি) বরাবর দাখিল হবে ।  ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ প্রতিবছর ৩০শে বৈশাখের মধ্যে ক্লাস্টারভিত্তিক লীজকেস সমূহের তদন্ত প্রতিবেদন দিবেন । তদন্ত প্রতিবেদনের সুপারিশ মোতাবেক সহকারী কমিশনার ভূমি স্বয়ংক্রিয় পদ্ধতিতে সফটওয়্যারের মাধ্যমে নবায়ন প্রস্তাবটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (UNO)- এর বরাবর প্রেরণ করবেন । উপজেলা নির্বাহী কর্মকর্তা (UNO) চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান সাপেক্ষে লীজকেসটি নবায়ন হবে ।</p>