প্রকল্প সমূহ

ডিজিটাল পদ্ধতিতে কৃষকের নিকট বিএডিসি’র মানসম্পন্ন বীজ সরবরাহ নিশ্চিতকরণ।
কৃষিপণ্য পাইকারী ব্যবসায়ীদের লাইসেন্স প্রদান সহজীকরণ (হোম সার্ভিসের মাধ্যমে)

কৃষিপণ্য পাইকারী ব্যবসায়ীদের লাইসেন্স প্রদান সহজীকরণ (হোম সার্ভিসের মাধ্যমে)


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p style="margin-left:.25in">লাইসেন্স সংক্রান্ত বিষয়ে ব্যবসায়ীদের অজ্ঞতা, উপজেলা পর্যায়ে কৃষি বিপণন অধিদপ্তরের অফিস না থাকা ও জনবল সল্পতার কারণে কৃষি পন্যের পাইকারী ব্যবসায়ীরা লাইসেন্স গ্রহণ করেন না । লাইসেন্স ছাড়া অবৈধ ভাবে ব্যবসায় পরিচালনা করেন । এছাড়া লাইসেন্স না থাকার কারণে অনেকসময় ব্যবসায়িরা মোবাইল কোর্টের মাধ্যমে আর্থিক ক্ষতির সম্মুখীন হন এবং লাইসেন্স না করার কারণে সরকারও আর্থিক ক্ষতির সম্মুখীন হয় । এছাড়া বাজারদর সংক্রান্ত কাজে সঠিক তথ্য পাওয়া যায় না । অনেকসময় তাদের উপর নিয়ন্ত্রণ না থাকার কারণে ইচ্ছামত বাজার দর হ্রাস- বৃদ্ধিও করে ।</p> <p style="margin-left:.25in"> </p>

<p>*বাজারভিত্তিক ও ব্যবসা ভিত্তিক আড়তদার ও পাইকারী ব্যবসায়ীদের তথ্য সংগ্রহ করে একটি ডাটাবেইজ তৈরি করা । উক্ত ডাটাবেইজে লাইসেন্স গ্রহণ সংক্রান্ত তথ্য ও ডাটাবেইজ নিয়মিত আপডেট করা। যারা লাইসেন্স গ্রহণ করেননি তাদেরকে সংশ্লিষ্ট বাজার পরিচালনা কমিটি ও অন্যান্য লাইসেন্স গ্রহীতাদের মাধ্যমে উদ্বুদ্ধকরণ করে লাইসেন্সের আওতাভুক্ত করা ।Bulk  sms  এর সাহায্যেও তাদেরকে লাইসেন্স গ্রহণের জন্য sms  প্রদান করা ।যারা লাইসেন্স গ্রহণ করেছেন তাদেরকে লাইসেন্স নবায়নের জন্য নির্দিষ্ট সময়ের ১ মাস পূর্বে sms দিয়ে অনুরোধ করা । লাইসেন্স প্রদানের সুবিধার্থে তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে পূরণকৃত চালান ফরম  ও  আবেদন ফরম সরবরাহ করা। নগদে অথবা বিকাশের মাধ্যমে লাইসেন্সের চালানের টাকা গ্রহণ করে তা ব্যাংকের চালানের মাধ্যমে ব্যাংকে জমা দিয়ে লাইসেন্স তৈরি করা এবং বাজার মনিটরিং কাজে বাজারে গেলে লাইসেন্সটি হোম সার্ভিসের মাধ্যমে ব্যবসায়ীর হাতে পৌঁছে দেওয়া। সময়ে সময়ে বাজার সংক্রান্ত অন্যান্য তথ্য বা সরকারি বিধি-বিধান ব্যবসায়ীদের Bulk sms  এর মাধ্যমে সরবরাহ করা । </p>