প্রকল্প সমূহ

লোনা পানিকে মিষ্টি করার সৌরশক্তিচালিত ফিল্টার
পথের মাঝেই পথের খোঁজ

চালকের আচরণ পর্যবেক্ষণ যন্ত্র


বাস চালকদের অসতর্কতা ও খামখেয়ালী আচরণ বন্ধ করে সড়ক দুর্ঘটনা অনেকখানি কমিয়ে আনা সম্ভব। এই প্রকল্পের আওতায় সে লক্ষ্যে এমন ব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে একটি ‘ব্ল্যাক-বক্স’ বাস চালকের চালনা সংক্রান্ত চারিত্রিক বৈশিষ্ট্য নিরূপণ ও যাচাইয়ের ব্যবস্থা নিবে।

চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

বাস চালকগণের অসতর্কতা ও খামখেয়ালী আচরণ সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। অন্যদিকে দুর্ঘটনা ঘটার পরে এ সংক্রান্ত তথ্য সংরক্ষিত না থাকার কারণে দোষী সাব্যস্ত করা যায় না এবং পরবর্তী সময়ে এ নিয়ে গবেষণা বা পরিস্থিতি উন্নয়নে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয় না। একই সাথে চালকগণের বাস্তব কর্মদক্ষতা নিরূপণের মাধ্যমে যোগ্যতা যাচাইয়ের বাস্তবসম্মত কোনো ব্যবস্থা নেই।

বাসের জন্য উপযোগী একটি ‘ব্ল্যাক-বক্স’ তৈরি করা হবে এ টু আই-এর সার্ভিস ইনোভেশন ফান্ডের এই প্রকল্পের আওতায়। এর মাধ্যমে বাস চালকের চালনা সংক্রান্ত চারিত্রিক বৈশিষ্ট নিরূপণ অথবা যাচাইয়ের ব্যবস্থা থাকবে। চলাচলের সময় অন্যমনস্ক চালকগণকে সতর্ক করার ব্যবস্থা থাকবে। দুর্ঘটনা ঘটলে এ সম্পর্কে যাবতীয় তথ্য, ছবি এবং ভিডিও সংরক্ষণ করার ব্যবস্থা থাকবে। একই সাথে চালকগণের কর্মদক্ষতা নিরূপণ করার ব্যবস্থা থাকবে।