প্রকল্প সমূহ

অর্থবাজার.com
যুবদের অনলাইন জানালা

অটিজম বার্তা


সমাজসেবা অধিদফতরের প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপ অনুযায়ী (২০১৩-২০১৬) দেশে অটিস্টিক শিশুর সংখ্যা ৪১ হাজার ৩২৯ জন। কুসংস্কার, সামাজিক বাধা ও অজ্ঞতার কারণে অটিস্টিক শিশুরা আজ শিক্ষা ও নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। অটিজম নির্ণয় ও নিয়মিত পর্যবেক্ষণের জন্য প্রশিক্ষিত ডাক্তার ও মনোবিদ প্রয়োজন যা বাংলাদেশে অপর্যাপ্ত। এই সমস্যাগুলো কাটিয়ে উঠার জন্য আমাদের স্বয়ংক্রীয় টেকনিক্যাল টুলস হিসাবে কাজ করবে ‘অটিজম বার্তা’।

চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

আমাদের সমাজে অটিজমকে একটি অভিশাপ ও বাধা হিসেবে বিবেচনা করা হয়। কুসংস্কার, সামাজিক বাধা ও অজ্ঞতার কারণে অটিস্টিক শিশুরা আজ শিক্ষা ও নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। অটিজম নির্ণয় ও নিয়মিত পর্যবেক্ষনের জন্য প্রশিক্ষিত ডাক্তার ও মনোবিদ প্রয়োজন যা বাংলাদেশে অপর্যাপ্ত। এই সমস্যাগুলো কাটিয়ে উঠার জন্য আমাদের স্বয়ংক্রীয় টেকনিক্যাল টুলস এর প্রয়োজন। বর্তমানে অটিজম নিরূপণ ও পর্যবেক্ষনের জন্য প্রশিক্ষীত লোক ও নির্দিষ্ট অটিজম সেন্টারে ম্যানুয়াল পদ্ধতি প্রয়োগ করা হয় যদিও তা বেশিরভাগ ক্ষেত্রেই শহর অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ।

‘অটিজম বার্তা’ একটি মোবাইল ভিত্তিক, ইন্টারেক্টিভ ও কমিউনিটি বেইজড স্ক্রিনিং টুল- যা অটিজম নিরুপণ ও পর্যবেক্ষণের কাজে ব্যবহার করা হয়। পিতা-মাতা, চিকিৎসক, স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষিত কর্মকর্তাগণ অ্যাপটি ব্যবহার করে অটিজম স্ক্রিনিং ও পরবর্তী করণীয় বিষয়গুলো জানতে পারবেন। অ্যাপটি দ্বারা পরীক্ষার মাধ্যমে একটি শিশুর অটিজম হওয়ার সম্ভাবনা প্রকাশ পেলে তার খবর নিকটস্থ অটিজম সেন্টারে স্বয়ংক্রীয়ভাবে অবহিত করা হয়। পাশাপাশি শিশুর অভিভাবককে পরবর্তী করণীয় সম্পর্কে অবহিত করা হয়। অ্যাপটির মাধ্যমে শিশুর অবস্থা মনিটর করা ও পরবর্তীতে সময় মত পিতা-মাতাকে মোবাইলে অবহিত করা হয়। পাশাপাশি অটিজম বিষয়ক সামাজিক সচেতনতা ও শিক্ষিত করা ‘অটিজম বার্তার’ অন্যতম লক্ষ্য।