প্রকল্প সমূহ

ই-কপিরাইট
অটিজম বার্তা

অর্থবাজার.com


জনগণের ব্যাংক ও আর্থিক বিষয়াবলি সংক্রান্ত তথ্যের চাহিদা মেটানোর জন্য ওয়েব পোর্টাল চালুর ব্যবস্থা নেওয়া হবে এই প্রকল্পে। বিনিয়োগে সুদের হার, আমানতে সুদের হার, জীবনবীমার প্রিমিয়াম হার, মুদ্রাবাজারের বিনিময় হার এবং ঋণের ক্ষেত্রে সুদের হার সম্পর্কিত নানা ধরনের তথ্য এতে সন্নিবেশ করা হবে।

চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

বর্তমানে দ্রুতগতিতে আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধির কারণে অনেক প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা সত্ত্বেও যথেষ্ঠ পরিমাণ গ্রাহককে আকৃষ্ট করতে পারছেনা। এমতাবস্থায়, জনগণের প্রয়োজন একটি তথ্যবহুল এবং তুলনামূলক বিশ্লেষণসমৃদ্ধ একটি ওয়েব পোর্টাল । বর্তমানে জনগণের বিনিয়োগে সুদের হার, আমানতে সুদের হার, জীবনবীমার প্রিমিয়াম হার, মুদ্রাবাজারের বিনিময় হার এবং ঋণের ক্ষেত্রে সুদের হার সম্পর্কিত তথ্য প্রয়োজন।

ব্যাংক এপিআই-এর সাথে সংযুক্ত সিস্টেম আর্কিটেকচার লিংকের মাধ্যমে পোর্টালটিতে সার্বক্ষণিক তথ্য প্রদান করা হবে। ‘অর্থবাজার ডটকম’ এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে অধিকাংশ আর্থিক পণ্যের তথ্য প্রদর্শন করা সম্ভব হবে। পাশাপাশি বিভিন্ন তুলনামূলক বিশ্লেষণও স্ক্রলে প্রদর্শন করা হবে। এর ফলে সহজেই আমানতে সুদের হার এবং ঋণের ক্ষেত্রে সুদের হার সম্পর্কিত তথ্য জানতে পারবে। এছাড়াও নিমিষেই ক্লিক করে অ্যাকাউন্ট খোলার ফর্ম ডাউনলোড করা যাবে। চাকুরি প্রার্থীরা চাকরির খবর জানতে পারবে। এর ফলে জনগণের যাতায়াতের খরচ, যানজটের ভোগান্তি এবং মূল্যবান সময় সাশ্রয় হবে।