প্রকল্প সমূহ

এগ্রিভেঞ্চার: ভ্রাম্যমান কৃষি প্রযুক্তি সেবা
স্ব টেকসই (self-sustainable) প্রক্রিয়ায় ইন-হাউস প্রশিক্ষণ বাস্তবায়নের মাধ্যমে শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়ায় পাঠদান বৃদ্ধিকরণ

স্বাস্থ্যসম্মত সবজি ও ফল উৎপাদন উৎসাহিতকরণ


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

১। বাজারে স্বাস্থ্যসম্মত সবজি ও ফল পাওয়া যায় না। ২। ইকোসিস্টেম নষ্ট হয়ে পরিবেশ বিপর্যয়ের সম্মুখিন । ৩। বিষযুক্ত সবজি ও ফল গ্রহনের ফলে মানব দেহে বিভিন্ন জটিল রোগের প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে। ৪। কৃষক বিষমুক্তভাবে সবজি ও ফল উৎপাদন ও সংরক্ষনের সঠিক প্রযুক্তি জানে না ।

# সবজি ও ফলে ব্যবহৃত রাসায়নিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সমাজের সকলস্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য প্রচারনা। # উৎপাদন সামগ্রীর সহজলভ্যতার মাধ্যমে স্বাস্থ্যসম্মত সবজি ও ফল উৎপাদনে উৎসাহিত করা । # পরিবেশবান্ধব পদ্ধতিতে চাষাবাদ করার জন্য কৃষক প্রশিক্ষন, প্রদর্শনী স্থাপন ও মাঠ দিবস আয়োজন করা । # বাজারে স্বাস্থ্যসম্মত সবজি ও ফল ক্রয়-বিক্রয়ের স্থান নির্দিষ্টকরন যাতে হাতের নাগালে নিরাপদ সবজি ও ফল পাওয়া যায় । । এবং # ন্যায্যমূল্য নিশ্চিতকরনের জন্য উৎপাদক/ব্যবসায়ী কে সনদ প্রদানের মাধ্যমে উৎসাহ প্রদান করা ।