তৈরি পোশাক, কৃষিজাত পণ্য, চিংড়িসহ বহু কিছু বিদেশে রপ্তানি করা হয় দেশ থেকে। অনেক ক্ষুদ্র উদ্যোক্তা সরকারি-বেসরকারি সহায়তা নিয়ে নানারকম রপ্তানিমুখী পণ্যও উৎপাদন করছেন। কিন্তু আন্তর্জাতিক রপ্তানিতে ই-কমার্স প্ল্যাটফর্মের অভাব আমাদের। এই প্রকল্পের আওতায় সেই অভাব পূরণে রপ্তানি পণ্যের একটি ই-কমার্স ব্যবস্থাপনা গড়ে তোলা হবে।
তৈরি পোশাক থেকে শুরু করে কৃষিপণ্যসহ অনেক কিছু বাংলাদেশ থেকে রপ্তানিযোগ্য। এটাকে আন্তর্জাতিক ই-কমার্স প্ল্যাটফর্মে প্রমোট করা জরুরি। কিন্তু আন্তর্জাতিকভাবে এটার প্রমোশনের জন্য কোনো সাধারণ প্ল্যাটফর্ম আমাদের নেই। অন্যদিকে নতুন কোনো শিল্প প্রযুক্তির উদ্ভাবনা নেই বাংলাদেশের। এক্ষত্রে বেসরকারি খাতেরও কোনো গবেষণা ও উন্নয়ন ব্যবস্থাপনা নেই। বাংলাদেশের মেধাবী প্রকৌশলী ও শিক্ষার্থীরা বিদেশে চলে যাওয়ায় মেধাপাচার হচ্ছে। এর সঙ্গে আছে ৪৩ লাখ বেকার যুবক।
মহাজন ডটকম নামের প্রতিষ্ঠান ৬৫ জেলা থেকে পণ্য রপ্তানী করার মাধ্যমে দক্ষিণ এশিয়ায় এক্ষেত্রে সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম হওয়ার লক্ষ্য নিয়েছে। তাদের সেই উদ্যোগ এবার সংযুক্ত হয়েছে এ টু আই-এর সঙ্গে। তৈরি পোশাক, বৈদ্যুতিক জিনিসপত্র, কৃষিজাত পণ্য ও শিল্প কারখানার যন্ত্রপাতি মহাজন ডটকমে প্রমোট করা যেতে পারে। এর মাধ্যমে ছোট আকারের বেসরকারি উদ্যোক্তারা নতুন পণ্য উৎপদান এবং উদ্দিষ্ট গ্রাহকের কাছে সেটা প্রমোট করতে পারবেন। এটা বাংলাদেশের উদ্ভাবনের হার বাড়াবে এবং লাখ লাখ বেকার যুবক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এর মাধ্যমে উপকারভোগী হবেন।