প্রকল্প সমূহ

ফ্যাব-মাস্টার
অসহায়দেরকে সহায়তা প্রদানের নিরঙ্কুশ পন্থা

পেটেন্ট টিউব


পেটেন্ট নিবন্ধনের কোন অনলাইন প্লাটফর্ম না থাকায় বাংলাদেশে তা নিবন্ধনে অনেক সময় ব্যয় হয়। প্যাটেন্ট টিউব (PatentTube) নামে একটি অনলাইন প্লাটফর্ম তৈরি করা হবে এ প্রকল্পে। প্ল্যাটফর্মে পেটেন্ট নিয়ে থাকা অনেক কন্টেন্ট খুব সহজে ব্যবহারযোগ্য হবে। পেটেন্ট নিবন্ধনের আবেদন প্রক্রিয়া ছবি, ভিডিও এবং অডিও কন্টেন্ট-এর মাধ্যমে প্রকাশ করা হবে। ঘরে বসে পেটেন্ট নিবন্ধনের আবেদন করা যাবে এবং সকল ফি অনলাইনে প্রদান করা যাবে। পেটেন্ট নিবন্ধনের আবেদন, মূল্যায়ন ও গ্র্যান্টেড প্রক্রিয়া হবে স্বয়ংক্রিয়।

চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

পেটেন্ট নিবন্ধনের কোন অনলাইন প্লাটফর্ম এখন বাংলাদেশে নেই। ফলে নিবন্ধনে অনেক সময়ের প্রয়োজন হয়। নিবন্ধনের করণীয় সম্পর্কে সঠিক তথ্য স্বল্পসময়ে, স্বল্পখরচে এবং প্রত্যন্ত অঞ্চল থেকে সহজলভ্য হয় না। আর্থিক লেনদেন করার জন্য ব্যাংকে লম্বা লাইনে দাঁড়াতে হয়।

প্যাটেন্ট টিউব (PatentTube) একটি অনলাইন প্লাটফর্ম, যাতে গবেষণা ও পেটেন্ট নিয়ে অনেক কন্টেন্ট থাকবে এবং তা খুব সহজেই ব্যবহারযোগ্য হবে। পেটেন্ট নিবন্ধনের আবেদন প্রক্রিয়া ছবি, ভিডিও এবং অডিও কন্টেন্ট-এর মাধ্যমে প্রকাশ করা হবে। ইংরেজি কন্টেন্টের পাশাপাশি সকল কন্টেন্ট বাংলাতেও থাকবে। ঘরে বসে পেটেন্ট নিবন্ধনের আবেদন করা যাবে এবং সকল ফি অনলাইনে প্রদান করা যাবে। পেটেন্ট নিবন্ধনের আবেদন, মূল্যায়ন ও গ্র্যান্টেড প্রক্রিয়া স্বয়ংক্রিয় হবে। অডিও কন্টেন্ট দৃষ্টি প্রতিবন্ধিদের জন্য সহায়ক হবে।