প্রকল্প সমূহ

ডিজিটাল ট্রান্সফরমার পর্যবেক্ষণ এবং কন্ট্রোল সিস্টেম
ইউডিসি উদ্যোক্তাদের জন্য সহজ পেমেন্ট সিস্টেম

ফুড এট হোম


স্বাস্থ্যকর খাবার পাওয়া বর্তমানে সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। অধিকাংশ সময় আমরা ঘরে বানানো খাবারকে অগ্রাধিকার দিলেও সেটা পাওয়া দুরূহ হয়ে যায়। কারণ জানা থাকে না এই খাবার কার কাছ থেকে কিংবা কোন মাধ্যমে পাওয়া যাবে। এ কারণে একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলা জরুরি, যেখান থেকে সহজে বাড়িতে তৈরি খাবারের তথ্য জেনে ও খাবার অর্ডার করে সেটা ঘরে বসে পাওয়া যাবে। এই প্রকল্পে সেরকম একটি উদ্যোগ গ্রহণ করা হবে।

চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

একজন ব্যক্তি তার নিকটস্থ এলাকায় কোথায় ঘরে তৈরি, স্বাস্থ্যসম্মত এবং টাটকা খাবার পাওয়া যায় তা অনেক সময় জানেন না। সে কারণে আশপাশের খাবারের দোকান থেকে অস্বাস্থ্যকর খাবার খেতে বাধ্য হন। অন্যদিকে ব্যবসায়ে নিয়োজিত বাড়ির গৃহিনীদের সময় ও দক্ষতা সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে না। ফলে তারা স্বনির্ভর হওয়ার সুযোগ কম পাচ্ছেন। ঘরে খাবার প্রস্তুতকারীর সঙ্গে ক্রেতার যোগাযোগ তৈরি সম্ভব হচ্ছে না নির্ভরযোগ্য প্ল্যাটফর্মের অভাবে।

এই প্রকল্পে এমন একটি সমধান প্রস্তাব করা হয়েছে যেখানে যে কেউ তার মোবাইল, ট্যাব অথবা কম্পিউটার ব্যবহার করে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন অথবা ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে তার নিকটস্থ ঘরে খাবার প্রস্তুতকারীদের খুঁজে পাবেন। তারপর খাবার অর্ডার করার পর যিনি অর্ডার গ্রহণ করবেন তিনি খাবার তৈরি করে নিজে সরবরাহ করবেন অথবা ডেলিভারি পার্টনারের সহায়তা নিতে পারেন। এই প্রকল্পে একটি ওয়েব অ্যাপ্লিকেশন, একটি মোবাইল এপ্লিকেশন, অনলাইন ডেলিভারি প্রক্রিয়া এবং ব্যাবহারকারীদের জন্য ড্যাশবোর্ড ব্যবস্থা করার কাজ করা হবে।