গবেষণা প্রতিষ্ঠান অথবা জাতীয় বীজ বোর্ড থেকে সর্বশেষ ছাড়কৃত উচ্চফলনশীল ফসলের জাতগুলো কৃষকের কাছে পৌছাতে অনেক সময় লাগে, উৎপাদিত বীজের পরিমাণ কম থাকায়সময়মত ও কৃষকদের চাহিদামত বীজ পায় না। তাছাড়াও কৃষকগণ নিজের উৎপাদিত ফসলের বীজ সংরক্ষণ না করে বীজের জন্য বীজ ডিলারের উপর নির্ভরশীল ।
গবেষণা প্রতিষ্ঠান থেকে ছাড়কৃত সর্বশেষ জাত ও উচ্চ ফলনশীল জাতের ফসলের উৎপাদন করে কমিউনিটি সীড ব্যাংক তৈরি করা হবে । এজন্য একটি কমিউনিটি থেকে ২০ জন কৃষক নির্বাচন করে তাদেরকে ডিএই, বিএডিসি, এসসিএ, গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানী এবং বেসরকারি সংস্থার কর্মকর্তাদের সমন্বয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে । অতঃপর ভিত্তিবীজ সংগ্রহ করে নির্বাচিত কৃষকদের মাঝে বিতরণ করা হবে । এরপর উৎপাদনের সর্বপর্যায়ে নিবিড় মনিটরিং এর মাধ্যমে বীজ উৎপাদন করা হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মাধ্যমে বীজের মান নিয়ন্ত্রণ করা হবে । কৃষকদের মাঝে উন্নত বীজপাত্র সরবরাহ করা হবে । সেই পাত্রে বীজ সংরক্ষণ করে পরবর্তী উৎপাদন মৌসুমে সংরক্ষিত বীজ কমিউনিটির অন্য কৃষকদের সরবরাহ করা হবে ।