প্রকল্প সমূহ

LCS, RERMP প্রকল্পে দুঃস্থ নারী, স্বামী পরিত্যাক্তা নারী ও বিধবা মহিলা
উপ-সহকারী কৃষি অফিসারের মাধ্যমে আদর্শ কৃষক নির্বাচন করে তার মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তি হস্তান্তর।

কমিউনিটি সীড ব্যাংক (CSB)


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

গবেষণা প্রতিষ্ঠান অথবা জাতীয় বীজ বোর্ড থেকে সর্বশেষ ছাড়কৃত উচ্চফলনশীল ফসলের জাতগুলো কৃষকের কাছে পৌছাতে অনেক সময় লাগে, উৎপাদিত বীজের পরিমাণ কম থাকায়সময়মত ও কৃষকদের চাহিদামত বীজ পায় না। তাছাড়াও কৃষকগণ নিজের উৎপাদিত ফসলের বীজ সংরক্ষণ না করে বীজের জন্য বীজ ডিলারের উপর নির্ভরশীল ।

গবেষণা প্রতিষ্ঠান থেকে ছাড়কৃত সর্বশেষ জাত ও উচ্চ ফলনশীল জাতের ফসলের উৎপাদন করে কমিউনিটি সীড ব্যাংক তৈরি করা হবে । এজন্য একটি কমিউনিটি থেকে ২০ জন কৃষক নির্বাচন করে তাদেরকে ডিএই, বিএডিসি, এসসিএ, গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানী এবং বেসরকারি সংস্থার কর্মকর্তাদের সমন্বয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে । অতঃপর ভিত্তিবীজ সংগ্রহ করে নির্বাচিত কৃষকদের মাঝে বিতরণ করা হবে । এরপর উৎপাদনের সর্বপর্যায়ে নিবিড় মনিটরিং এর মাধ্যমে বীজ উৎপাদন করা হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মাধ্যমে বীজের মান নিয়ন্ত্রণ করা হবে । কৃষকদের মাঝে উন্নত বীজপাত্র সরবরাহ করা হবে । সেই পাত্রে বীজ সংরক্ষণ করে পরবর্তী উৎপাদন মৌসুমে সংরক্ষিত বীজ কমিউনিটির অন্য কৃষকদের সরবরাহ করা হবে ।